হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ইসরাইলের সামরিক ড্রোন কূপোকাত
https://parstoday.ir/bn/news/west_asia-i134934-হিজবুল্লাহর_ক্ষেপণাস্ত্রে_ইসরাইলের_সামরিক_ড্রোন_কূপোকাত
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলের একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১৯:১৪ Asia/Dhaka
  • হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ইসরাইলের সামরিক ড্রোন কূপোকাত

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলের একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে।

সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, “আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইসরাইলের একটি বৃহৎ আকারের হার্মেস ৪৫০ মডেলের ড্রোন ভূপাতিত করেছে। দক্ষিণ লেবাননে এই ড্রোনটি ভূপাতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।”

হিজবুল্লাহর বিবৃতিতে আরো বলা হয়েছে, তাদের যোদ্ধারা সব সময় চোখ কান খোলা রাখবেন এবং সতর্ক থাকবেন। যখনই শত্রুর কোনো বিমান বা ড্রোন লেবাননের আকাশে প্রবেশ করবে সেগুলোকে তাদের আগ্রাসী লক্ষ্য অর্জনের পথে বাধা দেয়া হবে।

এদিকে, ইসরাইল দাবি করেছে তাদের একটি হার্মেস ড্রোন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হওয়ার পর লেবাননের গভীর অভ্যন্তরে হিজবুল্লাহর কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। 

ইহুদিবাদী ইসরাইল হার্মেস ৪৫০ মডেলের ড্রোনকে গুপ্তচরবৃত্তি এবং হামলার কাজে ব্যবহার করে থাকে। হিজবুল্লাহ এই ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়লে ইসরাইলি বাহিনী সেটি ‘ডেভিড সিলিং মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ দিয়ে ভূপাতিত করে। এর পরপরই হিজবুল্লাহর ছোঁড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ড্রোনটিকে আঘাত করে এবং শেষ পর্যন্ত ইসরাইলের ড্রোনটি লেবাননের ভেতরে পড়ে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।