গাজায় ত্রাণপ্রার্থীদের ওপর গণহত্যা
ইসরাইলকে থামাতে ‘পঙ্গু’ জাতিসংঘের প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রদূতের আহ্বান
-
ত্রাণের পরিবর্তে লাশ নিয়ে ফিরছে ফিলিস্তিনীরা
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল গতকাল (বৃহস্পতিবার) ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনের ওপর যে বর্বর গণহত্যা চালিয়েছে তার নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আবেদন জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর।
গতকাল দক্ষিণ গাজার একটি এলাকায় ত্রাণের জন্য অপেক্ষমান হাজার হাজার মানুষের উপর ইসরাইলের বর্বর সেনারা ব্যাপকভাবে হামলা চালায় যাতে অন্তত ১১২ জন শহীদ এবং ৭৬০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনের গণমাধ্যমগুলো গতকালের মৃত্যের সংখ্যা জানিয়েছে ১৫০।
রিয়াদ মানসুর গতকাল সাংবাদিকদের বলেন, “নিরাপত্তা পরিষদের বলা উচিত যথেষ্ট হয়েছে।” তিনি আরো বলেন, ভয়াবহ এই গণহত্যা একথাই প্রমাণ করছে যে, যতক্ষণ পর্যন্ত পঙ্গু নিরাপত্তা পরিষদ ভেটো দেবে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনিদেরকে জীবন দিয়ে তার মূল্য দিতে হবে। তিনি বলেন, মেরুদণ্ডহীন ও প্রতিশ্রুতিহীন নিরাপত্তা পরিষদকে এই গণহত্যা বন্ধ করতে হলে এখনই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে।
এদিকে, গাজার অভুক্ত মানুষের ওপর হত্যাকাণ্ড চালানোর জন্য ইসরাইলি বাহিনীর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক একথা জানান। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং মানবিক ত্রাণ সরবরাহ জোরদার করার আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।