ইসরাইল থেকে সব ধরনের অস্ত্র কেনা স্থগিত করল কলম্বিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i135072-ইসরাইল_থেকে_সব_ধরনের_অস্ত্র_কেনা_স্থগিত_করল_কলম্বিয়া
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা গতকাল (বৃহস্পতিবার) ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর যে বর্বর গণহত্যা চালিয়েছে তার নিন্দা ও সমালোচনা করে ইসরাইলের কাছ থেকে সব ধরনের অস্ত্র কেনার সিদ্ধান্ত স্থগিত করেছে কলম্বিয়া সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০১, ২০২৪ ১৯:০৩ Asia/Dhaka
  • ইসরাইল থেকে সব ধরনের অস্ত্র কেনা স্থগিত করল কলম্বিয়া

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা গতকাল (বৃহস্পতিবার) ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর যে বর্বর গণহত্যা চালিয়েছে তার নিন্দা ও সমালোচনা করে ইসরাইলের কাছ থেকে সব ধরনের অস্ত্র কেনার সিদ্ধান্ত স্থগিত করেছে কলম্বিয়া সরকার।

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো গুস্তাভো বলেন, “ত্রাণের জন্য অপেক্ষায় থাকা একশ ফিলিস্তিনিকে হত্যা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একেই গণহত্যা বলে এবং এটি হলোকাস্টের কথা স্মরণ করিয়ে দেয়, যদিও বিশ্ব শক্তিগুলোর জন্য একথা স্বীকার করা কঠিন।” গতকাল সামাজিক মাধ্যম এক্স পেইজে লেখা এক পোস্টে তিনি এসব কথা বলেছেন।

গুস্তাভো বলেন, “বিশ্বকে অবশ্যই নেতানিয়াহুকে থামাতে হবে। কলম্বিয়া ইরাইলের কাছ থেকে সমস্ত অস্ত্র কেনার সিদ্ধান্ত স্থগিত করছে।”

পৃথিবীর ১৩০টি দেশ ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে অস্ত্রপাতি, ড্রোন এবং গোয়েন্দাবৃত্তির প্রযুক্তি কিনে থাকে। এসব দেশের মধ্যে কলম্বিয়া ইসরাইলের কাছ থেকে অস্ত্র কেনার ক্ষেত্রে দশম অবস্থানে রয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশটির সামরিক ও পুলিশ বাহিনী কয়েক দশক ধরে ইসরাইলে তৈরি রাইফেল, পিস্তল এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।