গাজা আগ্রাসনের প্রতিবাদ
ইসরাইলের সামরিক অবস্থানে আবার প্রতিশোধমূলক হামলা চালালো হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক অবস্থানে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ নিতেই মূলত হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল হিজবুল্লাহর একটি বিবৃতি উল্লেখ করে বলেছে, প্রতিরোধ যোদ্ধারা গতকাল (শুক্রবার) ইসরাইলের মা’র সামরিক অবস্থানে দুটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফালাক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত কাফ্র সুবা পাহাড়ের রুয়াইসাত আল-আলম আউট পোস্টেও গোলাবর্ষণ করে যার কারণে ইসরাইলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।
এদিকে, আল-মিনারা সামরিক স্থাপনার কাছে ইসরাইলি সেনাদের একটি অবস্থানে হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালায়। এই হামলায় ইসরাইলের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের আরো কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বহুসংখ্যক রকেট নিক্ষেপ করেছে। এছাড়া ইহুদিবাদী সেনাদের একটি দল মায়ান বারুজ কিবুৎজের কাছে হিজবুল্লাহর ড্রোন হামলার শিকার হয়েছে।
এর পাশাপাশি রামিম সামরিক ঘাঁটির কাছে অবস্থান নেয়া ইসরাইলি সেনাদের ওপর হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালায়। তবে এই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।#
পার্সটুডে/এসআইবি/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।