প্রাথমিক ফলাফলের তথ্য: ভোটার উপস্থিত ছিল শতকরা ৪০ ভাগের বেশি
https://parstoday.ir/bn/news/west_asia-i135112
ইসলামী প্রজাতন্ত্র ইরানের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে যে, ভোটার উপস্থিতি শতকরা ৪০ ভাগের বেশি ছিল। বেসরকারি তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে ইরানের গণমাধ্যম আজ (শনিবার) একথা জানিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ০২, ২০২৪ ১৯:৪৮ Asia/Dhaka
  • ভোট কেন্দ্রে এক নবদম্পতি
    ভোট কেন্দ্রে এক নবদম্পতি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে যে, ভোটার উপস্থিতি শতকরা ৪০ ভাগের বেশি ছিল। বেসরকারি তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে ইরানের গণমাধ্যম আজ (শনিবার) একথা জানিয়েছে।

খবরে বলা হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ এবং বিশেষজ্ঞ পরিষদের ষষ্ঠ নির্বাচনে ভোটার উপস্থিতি শতকরা ৪০ ভাগ ছাড়িয়ে গেছে। ভোট গণনা এখনো চলছে এবং কয়েকটি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করতে বাকি রয়েছে।

গতকাল স্থানীয় সময় সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয় এবং সন্ধ্যা ছয়টায় তা বন্ধ করার কথা থাকলেও শেষ বেলায় ভোটার উপস্থিতি বেশি হওয়ার কারণে তিন দফা সময় বাড়িয়ে রাত বারোটায় ভোটগ্রহণ শেষ করা হয়।

২৯০টি সংসদীয় আসনের বিপরীতে এবারের নির্বাচনে ১৫ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন যার মধ্যে শতকরা ১৩ ভাগ নারী। এছাড়া, বিশেষজ্ঞ পরিষদের ৮৮টি আসনের বিপরীতে দেশের ১৪৪ জন আলেম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ইরানের বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতার কর্মকাণ্ড দেখভাল করে এবং তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে।

এবারের নির্বাচনে ইরানে ছয় কোটি ১০ লাখ বৈধ ভোটার ছিল যার মধ্যে আড়াই কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।