গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবিতে ছাড় নয়: হামাস
(last modified Sun, 10 Mar 2024 07:01:48 GMT )
মার্চ ১০, ২০২৪ ১৩:০১ Asia/Dhaka
  • গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবিতে ছাড় নয়: হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সকল ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবিতে অনড় থাকার প্রত্যয় ঘোষণা করেছে হামাস। সংগঠনের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বক্তব্যে এ প্রত্যয় ঘোষণা করেন।

তিনি বলেন, “আমরা কেবলমাত্র তখনই শত্রুর সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে যাব যখন গাজা উপত্যকার ওপর আগ্রাসন পুরোপুরি বন্ধ করে সকল ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে। এক্ষেত্রে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নই।”

আবু উবায়দা আরো বলেন, “ফিলিস্তিনি জনগণের জন্য অবাধ ত্রাণ সরবরাহ, বাস্তুচ্যুত মানুষদের তাদের ঘরবাড়িতে প্রত্যাবর্তন এবং গাজার পুনর্গঠনের দাবিও মেনে নিতে হবে।”

গাজা উপত্যকায় সামরিক আগ্রাসনের পাশাপাশি অবরোধ কঠোর করার মাধ্যমে এই ভূখণ্ডে সর্বাত্মক দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী সেনাদের বহু বছরের গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদে গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে আল-আকসা তুফান অভিযান চালায় হামাসের নেতৃত্বাধীন প্রতিরোধ আন্দোলনগুলো। তারা আড়াইশ’র মতো ইসরাইলিকে পণবন্দি হিসেবে আটক করে গাজায় নিয়ে আসেন।

এসব পণবন্দিকে উদ্ধারের অজুহাতে ৭ অক্টোবর থেকেই গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে তেল আবিব যা এখনও চলছে। হামাসকে ধ্বংস করে পণবন্দিদের জীবিত উদ্ধারের যে ঘোষণা ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু দিয়েছিলেন তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। হামাস বলেছে, তাদের সঙ্গে চুক্তি করা ছাড়া কোনো পণবন্দিকে উদ্ধার করা যাবে না। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১০