আগুন নিয়ে না খেলতে ইসরাইলের প্রতি ইসলামি জিহাদের আহ্বান
(last modified Tue, 12 Mar 2024 03:54:54 GMT )
মার্চ ১২, ২০২৪ ০৯:৫৪ Asia/Dhaka
  • আল আকসা মসজিদ প্রাঙ্গন
    আল আকসা মসজিদ প্রাঙ্গন

‘আগুন নিয়ে খেলা করার’ ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। ইসরাইল পবিত্র রমজান মাসের ইবাদত করার জন্য ফিলিস্তিনি মুসলমানদের আল-আকসা মসজিদে প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করার পর এ হুঁশিয়ারি দিল ইসলামি জিহাদ।

গাজা-ভিত্তিক সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, “মুসলমানদের প্রবেশ ঠেকাতে আল-আকসা মসজিদ চত্বরে সেনা ও ইহুদিবাদী গ্যাং পাঠিয়ে এই পবিত্র স্থাপনার অমর্যাদা করেছে ইসরাইল। এ ধরনের আগ্রাসী তৎপরতার ব্যাপারে আমরা এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণ চুপচাপ বসে থাকব না।”

বিবৃতিতে বলা হয়েছে, রমজানের আগমনে কিছু আরব ও মুসলিম শাসক যখন নীরবতা পালন করছেন তখন ফিলিস্তিনিরা ইহুদিবাদী সন্ত্রাসবাদের মোকাবেলায় অবিচলতা ও দৃঢ়তার চিত্তাকর্ষক দৃশ্য তৈরি করছে।

ইসলামি জিহাদ আরো বলেছে, মুসলিম বিশ্বের সহযোগিতা না পাওয়া সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্ট শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা করে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে। বিবৃতিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে গোটা ফিলিস্তিনি জাতি বিশেষ করে গাজাবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। #

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।