গাজায় আমেরিকার ‘ত্রাণ তৎপরতা’ বিশ্ব অঙ্গনে হাস্যরস তৈরি করেছে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i135496-গাজায়_আমেরিকার_ত্রাণ_তৎপরতা’_বিশ্ব_অঙ্গনে_হাস্যরস_তৈরি_করেছে_ইরান
ইরান বলেছে, গাজা উপত্যকার ওপর ইসরাইলের চলমান ভয়াবহ গণহত্যার মূল দায় আমেরিকার। কাজেই গাজাবাসীর জন্য ত্রাণ তৎপরতা চালানোর যে দহরম-মহরম মার্কিন সরকার প্রদর্শন করছে তা অত্যন্ত উদ্ভট ও হাস্যকর।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ১২, ২০২৪ ১০:০৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরান বলেছে, গাজা উপত্যকার ওপর ইসরাইলের চলমান ভয়াবহ গণহত্যার মূল দায় আমেরিকার। কাজেই গাজাবাসীর জন্য ত্রাণ তৎপরতা চালানোর যে দহরম-মহরম মার্কিন সরকার প্রদর্শন করছে তা অত্যন্ত উদ্ভট ও হাস্যকর।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, “মার্কিন সরকার তার কথায় ও কাজে ইহুদিবাদী ইসরাইলের পাশে রয়েছে।”

গত অক্টোবরে ইসরাইল গাজায় আগ্রাসন শুরু করার পরপরই তেল আবিবের প্রতি নিজের অস্ত্রের ভাণ্ডার খুলে দেয় ওয়াশিংটন। এখন পর্যন্ত শুধু গোপনে ১০০টির বেশি অস্ত্রের চালান আমেরিকা থেকে ইসরাইলে এসেছে বলে মার্কিন গণমাধ্যম খবর দিয়েছে।

কানয়ানি এ সম্পর্কে বলেন, আমেরিকা ইসরাইলকে গণহত্যার রসদ যোগানোর পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই গণহত্যা বন্ধ করার প্রস্তাব তিন তিন বার আটকে দিয়েছে। সেই আমেরিকা এখন গাজাবাসীর জন্য আকাশ থেকে ত্রাণ ফেলছে এবং ত্রাণ তৎপরতা চালানোর জন্য গাজা উপকূলে জেটি নির্মাণের তোড়জোড় করছে। তিনি বলেন, মার্কিন সরকারের পরস্পরবিরোধী এই তৎপরতা বিশ্ব অঙ্গনে হাস্যরস তৈরি করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন সরকার ইসরাইলের প্রতি তার অনৈতিক সমর্থনকে ধামাচাপা দিতে এখন ত্রাণ তৎপরতার নাটক মঞ্চস্থ করছে। কিন্তু বিশ্ববাসী গাজা যুদ্ধে আমেরিকার অবস্থান স্পষ্টভাবে জেনে গেছে এবং এখন ত্রাণের নামে ওয়াশিংটন যাই করুক না কেন তাতে বাস্তবতা পাল্টে যাবে না।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।