‘ইরবিলে মোসাদ এজেন্টদের উপস্থিতির বিষয়ে ছাড় দেয়া হবে না’
(last modified Thu, 14 Mar 2024 06:21:05 GMT )
মার্চ ১৪, ২০২৪ ১২:২১ Asia/Dhaka
  • কাসসাম আল-আরাজি
    কাসসাম আল-আরাজি

ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসসাম আল-আরাজি ইঙ্গিত দিয়েছেন যে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের উপস্থিতি রয়েছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। কুর্দিস্তান অঞ্চলে মোসাদের তৎপরতা সম্পর্কে ইরাক সরকার সক্রিয়ভাবে তথ্য উদঘাটনের চেষ্টা করছে বলেও তিনি জানান।

ইরাকের আল-অহেদ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আল-আরাজি এসব কথা বলেন। এ সময় তিনি গত জানুয়ারিতে ইরবিলে মোসাদের একটি গুপ্তচর কেন্দ্রে ইরানি সেনাদের হামলার কথা উল্লেখ করেন। তেহরান সে সময় বলেছিল, ইরবিলের যে ভবনে ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটি ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

জানুয়ারিতে ইরানের হামলার সময় আল-আরাজি দাবি করেছিলেন- যে ভবনে হামলা চালানো হয়েছে সেটি মোসাদের দপ্তর নয়। কিন্তু ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছিল যে, তারা মোসাদ এজেন্টদের একটি সমাবেশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

জানুয়ারিতে অস্বীকার করলেও এখন আল-আরাজি ইরবিলে মোসাদের উপস্থিতির ইঙ্গিত দিচ্ছেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানিকে জানাবেন বলে উল্লেখ করেন। তিনি স্বীকার করেন, ইরবিলে মোসাদের সাথে সহযোগিতা করার জন্য ইউরোপীয় কয়েকটি দেশের পাসপোর্টধারী ব্যক্তিরাও থাকতে পারে।

ইরান গত কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে যে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে আমেরিকা ও ইসরাইলের গুপ্তচরদের জোরালো তৎপরতা রয়েছে। তারা কুর্দিস্তান অঞ্চলকে ব্যবহার করে ইরান-বিরোধী অভিযান জোরদার করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ