জর্দানে ইসরাইলি দূতাবাস ঘেরাও করে হাজারো মানুষের বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i136136-জর্দানে_ইসরাইলি_দূতাবাস_ঘেরাও_করে_হাজারো_মানুষের_বিক্ষোভ
টানা ষষ্ঠ রাতের মতো জর্দানের রাজধানী আম্মানে হাজার হাজার নাগরিক ইহুদিবাদী ইসরাইলের দূতাবাস ঘেরাও বিক্ষোভ করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ এবং নিরপরাধ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে এই বিক্ষোভ চলছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ৩০, ২০২৪ ১৪:৫৫ Asia/Dhaka
  • জর্দানে ইসরাইলি দূতাবাস ঘেরাও করে হাজারো মানুষের বিক্ষোভ

টানা ষষ্ঠ রাতের মতো জর্দানের রাজধানী আম্মানে হাজার হাজার নাগরিক ইহুদিবাদী ইসরাইলের দূতাবাস ঘেরাও বিক্ষোভ করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ এবং নিরপরাধ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে এই বিক্ষোভ চলছে।

বিক্ষোভকারীরা গতকাল (শুক্রবার) দূতাবাসের সামনে জড়ো হয়ে জর্দান সরকারকে ইসরাইলের সাথে অত্যন্ত অজনপ্রিয় শান্তি চুক্তি বাতিল করার দাবি জানায়। দখলদার সরকারের সাথে জর্দানের অন্য সমস্ত চুক্তি শেষ করাও আহ্বান জানায়।

ফিলিস্তিনের সমর্থনে  জর্দানে ইসরাইলি দূতাবাস ঘেরাও

বিক্ষোভকারীরা দখলদার সেনাদের সর্বসাম্প্রতিক অপরাধ, বিশেষ করে গাজার হাসপাতালে ইহুদিবাদীদের হামলার নিন্দা জানায়। তারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি তাদের সমর্থন প্রকাশ এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করে।

বিক্ষোভকারীরা ইসরাইলের সাথে শান্তি চুক্তি বাতিল এবং আরব দেশটিতে ইহুদিবাদীদের দূতাবাস বন্ধ করার জন্য জর্দান সরকারের প্রতি আহ্বান জানায়। 

ফিলিস্তিনি সংকটের কথিত দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য মার্কিন সরকারের উদ্যোগে ১৯৯৪ সালে ইসরাইলের সাথে জর্দান একটি শান্তি চুক্তি সই করে। তবে প্রায় তিন দশক পরেও এই চুক্তি শান্তির ক্ষেত্রে কোনো ফল দিতে পারেনি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৩০