বাশার আল-আসাদের সঙ্গে ফোনালাপ
দামেস্কের হামলা ইসরাইলের হতাশা ও অসহায়ত্বের প্রমাণ: রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, দামেস্কের ইরানি কনস্যুলেটে ইহুদিবাদী ইসরাইল যে সন্ত্রাসী ও অপরাধমূলক হামলা চালিয়েছে তাতে এই দখলদার সরকারের চরম হতাশা ও অসহায়ত্ব ফুটে উঠেছে। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
সোমবার বিকেলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরান দূতাবাস সংলগ্ন কনস্যুলেট ভবনে ইসরাইলি বিমান হামলায় একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ সাত ইরানি সামরিক উপদেষ্টা শহীদ হন। হামলায় কনস্যুলেট ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়।
এ সম্পর্কে প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন, কিছু আরব দেশের নিষ্ক্রিয়তা ও দুর্বল অবস্থানের কারণে ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্ব শক্ত কোনো পদক্ষেপ নিতে পারছে না; আর এ বিষয়টি মুসলিম বিশ্বের বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালাতে তেল আবিবকে নির্লজ্জ করে তুলেছে।
ইসরাইল বর্তমানে যেসব ভয়াবহ অপরাধযজ্ঞ চালাচ্ছে তাকে ‘মৃত্যুমুখে পতিত একটি সরকারের শেষ আস্ফালন’ বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, খড়কুটো ধরে প্রাণ বাঁচানোর শেষ প্রচেষ্টায় সব ধরনের মানবিক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরাইল। তেল আবিবের অপরাধী সরকারকে অর্থ, অস্ত্র ও গণমাধ্যম সহযোগিতা দিয়ে টিকিয়ে রাখার জন্য তিনি আমেরিকা ও তার পশ্চিমা সহচরদের দায়ী করেন।
ফোনালাপে দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, তেল আবিব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ হামলা চালিয়েছে এবং এর ফলে তেল আবিবের নৈতিক অবক্ষয়ের বিষয়টি আরেকবার প্রমাণিত হয়েছে। তিনি বলেন, গাজায় ইসরাইল সরকার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে চরম মার খাওয়ার বেদনা ভুলতে এ ধরনের অপরাধযজ্ঞ চালাচ্ছে। তিনি ইসরাইলকে শাস্তি দেয়ার জন্য প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করার আহ্বান জানান।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/৩