ইসরাইলের বিশালকায় ড্রোন গুলি করে ভূপাতিত করল লেবাননের হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i136408-ইসরাইলের_বিশালকায়_ড্রোন_গুলি_করে_ভূপাতিত_করল_লেবাননের_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দেশটির আকাশসীমা লঙ্ঘনকারী ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।  ৬০ লাখ ডলার মূল্যের ড্রোনটি ভূপাতিত করার ভিডিও চিত্রও প্রচার করেছে হিজবুল্লাহ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৭, ২০২৪ ১৩:১০ Asia/Dhaka
  • হেরমেস-৯০০ শ্রেণির পাইলটবিহীন বিমান
    হেরমেস-৯০০ শ্রেণির পাইলটবিহীন বিমান

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দেশটির আকাশসীমা লঙ্ঘনকারী ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।  ৬০ লাখ ডলার মূল্যের ড্রোনটি ভূপাতিত করার ভিডিও চিত্রও প্রচার করেছে হিজবুল্লাহ।

সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, “ইসলামি প্রতিরোধ যোদ্ধারা শনিবার, ৬ এপ্রিল, লেবাননের আকাশসীমায় ইসরাইলি সেনাবাহিনীর যে ড্রোনটি ভূপাতিত করেছে সেটি ছিল হেরমেস-৯০০ শ্রেণির পাইলটবিহীন বিমান।

ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অ্যাভিচাই অ্যাডরি বলেছেন, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ড্রোনটি লেবাননের ভূভাগে বিধ্বস্ত হয়েছে।

এই মনুষ্যবিহীন আকাশযানটি ইহুদিবাদী ইসরাইল ও তার সহযোগী দেশগুলো গোয়েন্দাবৃত্তি ও শত্রুর অবস্থান শনাক্ত করার কাজে ব্যবহর করে থাকে।  ৯৭০ কেজি ওজন ও ১৫ মিটার লম্বা ডানাবিশিষ্ট বিশালকায় এই ড্রোন সর্বোচ্চ ৩০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে। ইসরাইলি সেনাবাহিনী যেসব ড্রোন ব্যবহার করে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই ড্রোনটির হিব্রু নাম ‘কোচাব’।

গত বছরের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। দখলদার সেনাদের বিমান হামলা ও স্থল অভিযানে এ পর্যন্ত গাজার অন্তত ৩৩,২০০ অধিবাসী নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু।

গাজার ওপর ইসরাইলি বর্বরতা জবাব দিতে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ৭ অক্টোবর থেকেই দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহর চালানো এসব হামলায় ইসরাইলের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।