ইসরাইলের পাঁচটি লক্ষ্যবস্তুতে হামলা করল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i136468-ইসরাইলের_পাঁচটি_লক্ষ্যবস্তুতে_হামলা_করল_ইরাকি_প্রতিরোধ_যোদ্ধারা
ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের পাঁচটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল গত ছয় মাস ধরে যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইরাকি যোদ্ধারা এই হামলা চালায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৯, ২০২৪ ১১:০৩ Asia/Dhaka
  • ইসরাইলের পাঁচটি লক্ষ্যবস্তুতে হামলা করল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা

ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের পাঁচটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল গত ছয় মাস ধরে যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইরাকি যোদ্ধারা এই হামলা চালায়।

ইরাকি প্রতিরোধ যোদ্ধারা আজ (মঙ্গলবার) দুটি বিবৃতির মাধ্যমে নতুন হামলার কথা নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, দখলদারিত্ব প্রতিরোধের ব্যাপারে আমাদের অব্যাহত প্রচেষ্টা, গাজার জনগণের প্রতি সমর্থন এবং নারী-শিশুসহ ফিলিস্তিনি জনগণের ওপর দখলদার বাহিনীর গণহত্যার জবাবে এসব হামলা চালানো হয়েছে।

প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ইসরাইলের আশকেলন তেল বন্দর এবং বীরশেবা এলাকার হাটজেরিম বিমান ঘাঁটিতে উপযুক্ত অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ইসরাইল যতক্ষণ পর্যন্ত গাজা যুদ্ধ অব্যাহত রাখবে ততক্ষণ ইরাকের পক্ষ থেকে এ ধরনের হামলা চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল বর্বর আগ্রাসন শুরু করেছে। ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩৩ হাজার ২০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি নারী ও শিশু। এসব বর্বরতার প্রতিবাদে ইরাকি যোদ্ধারা ইসরাইলের ওপর মাঝেমধ্যেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন