রাফায় ইসরাইলের স্থল আগ্রাসন বর্ণনাতীত বিপর্যয় ডেকে আনবে
https://parstoday.ir/bn/news/west_asia-i137168-রাফায়_ইসরাইলের_স্থল_আগ্রাসন_বর্ণনাতীত_বিপর্যয়_ডেকে_আনবে
জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা যদি স্থল আগ্রাসন চালায় তাহলে সেখানে যে করুণ পরিস্থিতি তৈরি হবে তা ভাষায় বর্ণনা করা যাবে না। কোনো মানবিক পরিকল্পনা দিয়ে এই বিপর্যয় মোকাবেলা করা যাবে না।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ০১, ২০২৪ ১১:৩৯ Asia/Dhaka
  • মার্টিন গ্রিফিত
    মার্টিন গ্রিফিত

জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা যদি স্থল আগ্রাসন চালায় তাহলে সেখানে যে করুণ পরিস্থিতি তৈরি হবে তা ভাষায় বর্ণনা করা যাবে না। কোনো মানবিক পরিকল্পনা দিয়ে এই বিপর্যয় মোকাবেলা করা যাবে না।

গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে মার্টিন গ্রিফিত এসব কথা বলেন। এর আগে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাহ শহরে স্থল আগ্রাসন চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি অত্যন্ত দম্ভভরে বলেন, সমস্ত লক্ষ্য অর্জন করার আগে যুদ্ধ বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। 

এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, রাফাহ শহরে যদি স্থল অভিযান চালানো হয় তাহলে তাতে অসহনীয় মাত্রার সংঘাত শুরু হবে। গুতেরেস বলেন, নিরাপত্তা পরিষদের সব সদস্য এবং আরো বহু দেশের সরকার সুস্পষ্টভাবে রাফায় ইসরাইলি অভিযানের বিরোধিতা করেছেন। ইসরাইলকে এই অভিযান থেকে বিরত রাখার জন্য প্রভাবশালী দেশগুলোর প্রতি তিনি জোর আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।