ইসরাইলবিরোধী যুদ্ধে প্রথমবার যোগ দিল বাহরাইনের আল-আশতার ব্রিগেড
(last modified Fri, 03 May 2024 08:54:03 GMT )
মে ০৩, ২০২৪ ১৪:৫৪ Asia/Dhaka

গাজাবাসীর সমর্থনে ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিয়েছে বাহরাইনের একটি প্রতিরোধ গ্রুপ। এটি বলেছে, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে।

গ্রুপটি নিজেকে ‘আল-আশতার ব্রিগেড’ হিসেবে পরিচয় দিয়ে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেছে, তারা ড্রোন ব্যবহার করে গত ২৭ এপ্রিল ওই হামলা চালিয়েছে।  আল-আশতার ব্রিগেড বলেছে, ‘ট্রাকনেট’ নামক যে কোম্পানি এইলাত সমুদ্র বন্দর থেকে সড়কপথে পণ্য পরিবহন করে ইসরাইলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় সেটির সদরদপ্তরে হামলা চালানো হয়েছে।

প্রতিরোধ গ্রুপটি তার বিবৃতিতে আরো বলেছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি গণহত্যার শিকার গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এ অভিযানটি চালিয়েছে।

বিবৃতির শেষাংশে বলা হয়েছে, দখলদার ইহুদিবাদীরা গাজায় তাদের গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজাবাসীর সমর্থনে আল-আশতার ব্রিগেড এ অভিযান চালিয়ে যাবে।

গত বছরের অক্টোবরের গোড়ার দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিরোধ আন্দোলনগুলি বিশেষ করে ইয়েমেন, ইরাক ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলি ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে আসছিল। এবার তাদের সঙ্গে যোগ দিল বাহরাইনের প্রতিরোধ গ্রুপ আল-আশতার ব্রিগেড।

ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ফোর্স সর্বশেষ বৃহস্পতিবার রাতে আল-আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরাইলের বির শেবায় আব্রাহাম গোয়েন্দা সদরদফতরে এবং তেল আবিবে মোসাদের গ্লিলট গোয়েন্দা কেন্দ্রে হামলা চালিয়েছে।  এছাড়া মৃত সাগরেও একটি ইসরাইলি টার্গেটে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ওই ফ্রন্ট। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/৩