আল-মায়াদিন টেলিভিশনের রিপোর্ট
দায়েশ সন্ত্রাসীদের হামলায় সিরিয়া ও মিত্র বাহিনীর ১৩ সেনা নিহত
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের আল-সুখনা এলাকায় উগ্র সন্ত্রাসীদের বর্বর হামলায় সিরিয়া এবং মিত্র বাহিনীর ১৩ জন সেনা নিহত হয়েছে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, গতকাল (শুক্রবার) এই বর্বর হামলা সংঘটিত হয়। এর দুই সপ্তাহ আগে একই এলাকায় সন্ত্রাসীদের হামলায় আল-আকসা ব্রিগেডের ২২ ফিলিস্তিনি স্বেচ্ছাসেবী শহীদ হন। সিরিয়া সরকারের সমর্থনে এসব স্বেচ্ছাসেবী দেশটিতে সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে ভূমিকা রাখছিলেন।
এদিকে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে পরিচিত একটি কথিত মানবাধিকার সংস্থা জানিয়েছে, দায়েশ সন্ত্রাসীদের হামলায় ১৫ জন মিত্র সেনা নিহত হয়েছে।
২০১৪ সালে পশ্চিমা ও ইহুদিবাদী ইসরাইল সমর্থিত দায়েশ সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ায় ব্যাপকভাবে হত্যাযজ্ঞ চালিয়ে দেশের বিরাট অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তবে ২০১৯ সালে ইরান, রাশিয়া এবং হিজবুল্লাহ যোদ্ধাদের সমন্বিত সহযোগিতায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে পরাজিত করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার। এখনো কিছু কিছু এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা রয়েছ।।#
পার্সটুডে/এসআইবি/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।