মে ১৭, ২০২৪ ১৮:৫৫ Asia/Dhaka
  • ইসরাইলের বিরুদ্ধে স্পেন এবং বেলজিয়ামের মূল্যবান পদক্ষেপ
    ইসরাইলের বিরুদ্ধে স্পেন এবং বেলজিয়ামের মূল্যবান পদক্ষেপ

পার্সটুডে-গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের তীব্র আক্রমণ, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধানের সাথে ইরাকি হিজবুল্লাহ ব্রিগেডের মহাসচিবের টেলিফোন কথোপকথন, গাজায় ইসরাইলি অপরাধের জবাবে প্রতিরোধ ফ্রন্টের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা, ইয়েমেনে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা এবং বেলজিয়ামের ঘেন্ট ইউনিভার্সিটি ইসরাইলের বেশ কয়েকটি গবেষণা কেন্দ্রের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ স্থগিত করা ইত্যাদি গত ২৪ ঘন্টার মধ্যে পশ্চিম এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।

নাসিরাত ও রাফায় বোমাবর্ষণ

আজ (শুক্রবার) ভোর থেকে, ইসরাইলি দখলদার সেনাবাহিনী গাজা উপত্যকার কেন্দ্রে অবস্থিত আল-নাসিরাত ক্যাম্পের পাশাপাশি দক্ষিণে অবস্থিত রাফাহ শহরের বেশ কয়েকটি জায়গায় বোমাবর্ষণ করেছে।

গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সর্বশেষ প্রতিবেদনে ঘোষণা করেছে যে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় শহীদের সংখ্যা ৩৫ হাজার ২৭২ জন। ওই ঘোষণার পরই ইসরাইলি সেনারা পুনরায় হামলা চালালো।

গাজায় রক্তক্ষয়ী আগ্রাসনের ২২৪ দিন অতিবাহিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপর্যয়কর মানবিক ট্র্যাজেডি বলা হয়েছে ওই আগ্রাসনকে।  এ পর্যন্ত ১ লাখ ১৫ হাজার হতাহত এবং ১০ হাজার নিখোঁজ হয়েছে। হতাহতদের ৭০ শতাংশই নিরীহ নারী এবং শিশু।

ইরাকি হিজবুল্লাহর মহাসচিব: ফিলিস্তিনকে সাহায্য করার ক্ষেত্রে আমরা চেষ্টার কোনোরকম ত্রুটি করবো না

বৃহস্পতিবার রাতে হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়ার সাথে ফোনালাপে ইরাকি হিজবুল্লাহ ব্রিগেডের সচিব জেনারেল আবু হোসেইন আল-হামিদাভি ওই প্রত্যয় ঘোষণা করেন। তিনি ইসরাইলি সেনাদের বর্বর হামলার বিরুদ্ধে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতিরোধেরও প্রশংসা করেন।

ইলাতকে লক্ষ্য করে ইরাকি ইসলামিক প্রতিরোধের হামলা

ইরাকের ইসলামি প্রতিরোধ আজ সকালে গাজার জনগণের সমর্থনে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ইলাতে ড্রোন হামলা চালিয়েছে। ইরাকের ইসলামি প্রতিরোধ জানিয়েছে তারা ইলাতের গুরুত্বপূর্ণ স্থাপনা উম্মুল-রাশরাশে ওই ড্রোন হামলা চালায়।

ইসরাইলের উত্তরে লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

লেবাননের হিজবুল্লাহও আজ সকালে ইসরাইলের উত্তরাঞ্চলে ভারী রকেট হামলা চালিয়েছে। আল জাজিরার সাংবাদিক জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহর হামলার পর ইসরাইলের উত্তরাঞ্চলের জালিল আলিয়ার ১৫টিরও বেশি এলাকায় বিপদ ঘণ্টা বেজে উঠেছে।

ইয়েমেনিরা আমেরিকার একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে

ইয়েমেনি সেনাবাহিনী আজ সকালে ইয়েমেনের উত্তর-পূর্বে আমেরিকা একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ইয়েমেনি সূত্র ঘোষণা করেছে ওই ড্রোনটি ইয়েমেনের উত্তর-পূর্বের মারিব প্রদেশের দক্ষিণ-পূর্ব এলাকার ওয়াদি ওবায়দাহ শহরের "আল-খাসিফ" এলাকায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। জেনারেল অ্যাটমিক্স কোম্পানি নির্মিত ওই ড্রোনটির দাম ৩২ মিলিয়ন ডলারেরও বেশি। এর আগে গত নভেম্বর মাসেও ইয়েমেনের সশস্ত্র বাহিনী একই ধরণের একটি ড্রোন শিকার করেছিল।

স্পেনের প্রশংসায় ইয়েমেনিরা

আজ সকালে ইয়েমেনের একজন কর্মকর্তা স্পেনের পদক্ষেপের প্রশংসা করেছেন। ইহুদিবাদী ইসরাইলের জন্য অস্ত্র বহনকারী একটি জাহাজকে স্পেন তাদের উপকূলে ডক করতে দেয় নি। ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন গভর্নমেন্টের তথ্য উপমন্ত্রী নাসরুদ্দিন আমের কয়েক ঘন্টা আগে স্পেনের ওই পদক্ষেপের প্রশংসা করেছেন। সেইসাথে তিনি বিশ্বের সকল দেশ এবং শিপিং কোম্পানিগুলোকে ইসরাইলি জাহাজ এবং তাদের বন্দরগুলোর সাথে যে-কোনো ধরনের যোগাযোগ বন্ধ করারও আহ্বান জানিয়েছেন। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে গতরাতে ঘোষণা করেছেন যে মাদ্রিদ ইসরাইলের জন্য অস্ত্র বহনকারী একটি জাহাজকে তার দেশের কার্তাখনা বন্দরে ডক করার অনুমতি দেয়নি। স্পেন সাম্প্রতিক মাসগুলোতে গাজায় ইসরাইল হামলার বিরোধিতা করে এসেছে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ওপর জোর দিচ্ছে।

বেলজিয়ামের ঘেন্ট ইউনিভার্সিটি বেশ কয়েকটি ইসরায়েলি গবেষণা কেন্দ্রের সাথে সম্পর্ক ছিন্ন করেছে

বেলজিয়ামের "ঘেন্ট" ইউনিভার্সিটিও ই বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের পর ইহুদিবাদী ইসরাইলের তিনটি গবেষণা কেন্দ্রের সাথে তাদের সহযোগিতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে গতকাল জানিয়েছে। ওই সিদ্ধান্তের ভিত্তিতে ঘেন্ট ইউনিভার্সিটি ইসরাইলি সেনাবাহিনীকে অস্ত্র তৈরিতে সহযোগিতা প্রদানকারী কয়েকটি কেন্দ্রের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। সাম্প্রতিক মাসগুলোতে যে কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চালিয়ে এসেছে বেলজিয়ামও তাদের একটি।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ