আমেরিকার মিথ্যাচার; মার্কিন অস্ত্রের চালান নিয়ে ১০টি বিমানের ইসরাইলে অবতরণ
https://parstoday.ir/bn/news/west_asia-i138970-আমেরিকার_মিথ্যাচার_মার্কিন_অস্ত্রের_চালান_নিয়ে_১০টি_বিমানের_ইসরাইলে_অবতরণ
পার্সটুডে- আমেরিকা ইসরাইলে সামরিক সরঞ্জামসহ অস্ত্রের বড় একটি চালান পাঠানোর কথা জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।
(last modified 2025-08-02T14:04:43+00:00 )
জুন ২৪, ২০২৪ ১৮:৩৩ Asia/Dhaka
  • আমেরিকার মিথ্যাচার; মার্কিন অস্ত্রের চালান নিয়ে ১০টি বিমানের ইসরাইলে অবতরণ

পার্সটুডে- আমেরিকা ইসরাইলে সামরিক সরঞ্জামসহ অস্ত্রের বড় একটি চালান পাঠানোর কথা জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।

আল-মায়াদিন নেটওয়ার্ক ইহুদিবাদী ইসরাইলি মিডিয়ার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমেরিকার ১০টি পরিবহন বিমান প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে ইসরাইলে অবতরণ করেছে। পার্সটুডে ইসরাইলি টিভি চ্যানেল-টুয়েলভের বরাত দিয়ে আরও জানিয়েছে, অস্ত্রের চালান পাঠানোর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকার ইসরাইলকে একটি বার্তা দিতে চেয়েছে। বার্তাটি হলো ইহুদিবাদী ইসরাইলের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থনের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না।

ইসরাইলকে নতুন মার্কিন অস্ত্র সহায়তা এমন এক সময়ে দেওয়া হলো যখন কোনো কোনো মার্কিন সূত্র দাবি করেছিল যে, সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলকে দেওয়া ওয়াশিংটনের অস্ত্রের চালান শতকরা ৫০ ভাগ কমেছে।#

কী ওয়ার্ডস: গাজা যুদ্ধ, আমেরিকা ও ইসরাইল, নেতানিয়াহু ও বিডেন, গাজায় ইসরায়েলের অপরাধ

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন