গাজার প্রতি সংহতি
ইসরাইলের বিরুদ্ধে নতুন করে অভিযান চালালো ইয়েমেন ও ইরাকি যোদ্ধারা
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে নতুন করে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ইসরাইলের এইলাত বন্দরের ওপর এই অভিযান চালায় প্রতিরোধ যোদ্ধারা।
ইয়েমেনের সামরিক বাহিনী গতকাল (সোমবার) এক বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতায় ইসরাইলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে কয়েকটি ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে। এই হামলার মাধ্যমে লক্ষ্য অর্জন করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
বিবৃতিতে ইয়েমেনি বাহিনী বলেছে, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে।
গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। এর জবাবে ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এর মধ্যে ইয়েমেন লোহিত সাগর এবং ভারত মহাসাগর এলাকায় ইসরাইল ও তার মিত্রদের জাহাজে লাগাতার হামলা চালাচ্ছে। ইয়েমেনের এই হামলা ইসরাইলের অর্থনীতির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে।#
পার্সটুডে/এসআইবি/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।