তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকত্ব বাতিলে অনড় তুরস্কের পার্লামেন্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i139488-তুর্কি_ইসরাইলি_দ্বৈত_নাগরিকত্ব_বাতিলে_অনড়_তুরস্কের_পার্লামেন্ট
পার্সটুডে- তুরস্কের পার্লামেন্টে এমন একটি বিল উত্থাপন করা হয়েছে যার ফলে তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিল করা হবে। শিগগিরই বিলটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ১১, ২০২৪ ০৯:৪০ Asia/Dhaka
  • তুরস্কের পার্লামেন্ট
    তুরস্কের পার্লামেন্ট

পার্সটুডে- তুরস্কের পার্লামেন্টে এমন একটি বিল উত্থাপন করা হয়েছে যার ফলে তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিল করা হবে। শিগগিরই বিলটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

তুরস্কের কুর্দি ইসলামপন্থি রাজনৈতিক দল হিদা পারের নেতারা তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিলের বিলটি পার্লামেন্টে উত্থাপন করেছেন। পার্সটুডে ফার্সি জানাচ্ছে, বিলটিতে বলা হয়েছে, দ্বৈত পাসপোর্টধারী যেসব ব্যক্তি ইহুদিবাদী ইসরাইলে বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করেছেন তাদের নাগরিকত্বই শুধু বাতিল হবে।

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করে তুরস্কের পার্লামেন্টে কুর্দি ইসলামপন্থি হিদা পার দল চারটি আসনের অধিকারি হয়েছে।  ক্ষমতাসীন দলের জোটসঙ্গী হওয়ার কারণে ধারনা  করা যায়, হিদা পারের পক্ষ থেকে আনীত বিলটি তুর্কি সংসদে পাস হয়ে যাবে।

অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পাশবিক গণহত্যার জের ধরে গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তুর্কি সরকার এখন পর্যন্ত বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। সর্বশেষ গত ৫ মে তুর্কি সরকার ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধ ঘোষণা করে। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১১