গাজা যুদ্ধে মানুষ ইহুদিবাদের ভয়ংকর চেহারা সম্পর্কে সচেতন হয়েছে
(last modified Fri, 12 Jul 2024 11:22:14 GMT )
জুলাই ১২, ২০২৪ ১৭:২২ Asia/Dhaka
  • গাজা যুদ্ধে মানুষ ইহুদিবাদের ভয়ংকর চেহারা সম্পর্কে সচেতন হয়েছে
    গাজা যুদ্ধে মানুষ ইহুদিবাদের ভয়ংকর চেহারা সম্পর্কে সচেতন হয়েছে

পার্সটুডে-ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টের মহাসচিব গতকাল (বৃহস্পতিবার) বলেছেন: নিপীড়িত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি অপরাধযজ্ঞ মানব সমাজের সচেতনতা বৃদ্ধির কারণ হয়েছে।

ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সেক্রেটারি জেনারেল আব্দুল মালিক বদর উদ্দীন আল-হুথি গাজা যুদ্ধকে মানবতার জন্য একটি বাস্তব পরীক্ষা বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন: ফিলিস্তিনে ইহুদিবাদী শত্রুর অপরাধ, নিপীড়ন বিশ্ববাসীর সামনে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। যে সমাজে জায়নবাদের মহিমান্বিত আদর্শের ধারণা বহু শতাব্দী ধরে নিহিত ছিল সেই সমাজেই তাদের আসল চেহারা ফুটে উঠেছে। পার্সটুডে আরও জানায়, বদরুদ্দিন আল-হুথি ইসরাইলের প্রতি পশ্চিমা দেশগুলির ব্যাপক সমর্থনের সমালোচনা করেন। তিনি বলেন: ইসরাইলি অপরাধের মুখে নীরবতা মানে হলো মানুষের মানবীয় অস্তিত্বকে অস্বীকার করা, মানবিক মর্যাদা এবং জীবনের অধিকার নষ্ট করা।

ফিলিস্তিনি শরণার্থীরা আমেরিকা স্মার্ট বোমা হামলায় নিহত হয়

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের নির্মম হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানান। তিনি বলেন: ইসরাইলি শত্রুরা এমন সব এলাকায় শরণার্থীদের লক্ষ্য করে হামলা চালায় যেসব এলাকাকে নিরাপদ জোন বলে দাবি করা হয়অথচ ওই এলাকাগুলো ফিলিস্তিনি সম্প্রদায়ের জন্য একটি মরণফাঁদ

বদরুদ্দিন আল-হুথি এ প্রসঙ্গে বলেন:

ফিলিস্তিনি নিরস্ত্র শরণার্থীদেরকে আমেরিকা স্মার্ট বোমা দিয়ে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যেসব বোমা সাধারণত শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হ

গাজার প্রতি প্রতিরোধ শক্তিগুলোর সমর্থন আমেরিকার পছন্দ নয়

ইয়েমেনের বিপ্লবের নেতা তার বক্তৃতায় নিপীড়িত ফিলিস্তিনি জাতির প্রতি প্রতিরোধ শক্তিগুলোর সর্বাত্মক সমর্থনে আমেরিকার ক্ষোভের কথা তুলে ধরেন। তিনি বলেন: ফিলিস্তিনি জাতি ও গাজার প্রতি প্রতিরোধ শক্তিগুলোর সমর্থন আমেরিকার কাছে বিস্বাদ লাগে।

অপরদিকে বদরুদ্দিন আল-হুথি ফিলিস্তিনি জাতির প্রতি ইয়েমেন, ইরাক এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠীগুলির সমর্থনের প্রশংসা করে বলেন: শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে ইয়েমেন, ইরাক এবং লেবাননের সমর্থন নতুন সমীকরণ তৈরি করেছে।

আমেরিকা জাহাজের পলায়ন নিয়ে ইয়েমেনি বিপ্লবের নেতার বিদ্রুপ

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব তাঁর দেশের শত্রুদের বিশেষ করে আমেরিকাকে উদ্দেশ করে এ অঞ্চল থেকে আইজেনহাওয়ার বিমানবাহী জাহাজের পলায়নের দিকে ইঙ্গিত করে বলেন:

তোমাদের হাতি ইঁদুর দেখে পালায় নি, গর্জনকারী সিংহের হাত থেকে পালিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী একটি হিংস্র সিংহ যে তোমাদের মোকাবেলা করবে।  

অক্টোবর ২০২৩ সাল থেকে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলির পূর্ণ সমর্থনে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অসহায় ও নিপীড়িত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে নতুন করে ব্যাপক গণহত্যা শুরু করেছে। অপরদিকে, গাজা ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিগুলো এবং লেবানন, ইরাক, ইয়েমেন ও সিরিয়ার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী ঘোষণা করেছে, তারা দখলদার ইসরাইলের কাছ থেকে এসব অপরাধের প্রতিশোধ নেবে।

সর্বশেষ প্রতিবেদন অনুসারে, পশ্চিমা দেশগুলির পরিপূর্ণ মদদে ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইহুদিবাদী ইসরাইলি সেনারা নতুন করে গণহত্যা শুরু করে। তাদের ওই পাশবিক আগ্রাসন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং ৮৮ হাজারের বেশি আহত হয়েছে।

১৯১৭ সালে ব্রিটিশ উপনিবেশবাদের পরিকল্পনায় ইসরাইল গঠনের নীল-নকশা তৈরি হয়। তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে ইসরাইল প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮ সালে ইসরাইলের অস্তিত্ব ঘোষণা করা হয়। তারপর থেকে বংশ নির্মূল করার টার্গেট নিয়ে ইসরাইল ফিলিস্তিনি জনগণের ওপর বেপরোয়া গণহত্যা চালিয়ে এসেছে। ফিলিস্তিনীদের সমগ্র ভূমি দখলের জন্য ইসরাইল অসংখ্যবার গণহত্যা চালিয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ অবৈধ ইহুদিবাদী ইসরাইলের বিলুপ্তি চায়। সেইসঙ্গে তারা চায় যেসব দেশ থেকে এসে ইহুদিরা ইসরাইলে বসবাস করছে তারা যেন তাদের নিজ নিজ দেশে ফিরে যায়।#

পার্সটুডে/এনএম/১২                       

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ