ইয়েমেনের জটিল হামলা ও ইসরাইলে বিদ্যুৎবিহীন পরিস্থিতি মোকাবিলার মহড়া
(last modified Sun, 14 Jul 2024 07:38:15 GMT )
জুলাই ১৪, ২০২৪ ১৩:৩৮ Asia/Dhaka
  • ইয়েমেনের জটিল হামলা ও ইসরাইলে বিদ্যুৎবিহীন পরিস্থিতি মোকাবিলার মহড়া
    ইয়েমেনের জটিল হামলা ও ইসরাইলে বিদ্যুৎবিহীন পরিস্থিতি মোকাবিলার মহড়া

পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলের সরকারি বিদ্যুৎ বিভাগ লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে যদি হিজবুল্লাহর হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেয় তাহলে করনীয় সম্পর্কে একটি মহড়া দিয়েছে। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন: দেশটির সেনাবাহিনী লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে এক জটিল অভিযান চালিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ‘ক্যারিসালিস’ জাহাজে আঘাত হেনেছে।

পার্সটুডের এই প্রতিবেদনে প্রতিরোধ ফ্রন্টের গত ২৪ ঘণ্টার উল্লেখযোগ্য কিছু খবর তুলে ধরা হচ্ছে:

গাজায় ইসরাইলি বোমাবর্ষণে এক গর্ভবতী নারীসহ বহু ফিলিস্তিনির শাহাদাত

ইহুদিবাদী ইসরাইলের বেশ কয়েকটি যুদ্ধবিমান শনিবার সকালে খান ইউনিস শহরের নিকটবর্তী আল-মাওয়াসি শরণার্থী শিবিরে ভয়াবহ বোমাবর্ষণ করে। ওই পৈশাচিক হামলায় অন্তত ৯১ ব্যক্তি নিহত ও প্রায় ৩০০ ব্যক্তি আহত হন। নিহতদের মধ্যে এক গর্ভবতী মা’সহ বহু নারী ও শিশু রয়েছেন। ফিলিস্তিনি শরণার্থীতে ঠাসা ওই এলাকাকে এর আগে ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করেছিল ইসরাইল। এছাড়া শনিবার দখলদার সেনারা দেইরাল বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরেও বোমাবর্ষণ করেছে এবং এসব হামলায়ও বহু মানুষ হতাহত হয়েছে।

লোহিত সাগরে একটি জাহাজে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের জটিল হামলা

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন: দেশটির সেনাবাহিনী লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে এক জটিল অভিযান চালিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ‘ক্যারিসালিস’ জাহাজে আঘাত হেনেছে। বিবৃতিতে বলা হয়, জাহাজটি ইসরাইলের সঙ্গে ব্যবসা বন্ধ করার আহ্বান প্রত্যাখ্যান করার এবং ইসরাইলি বন্দর অভিমুখে যাত্রা চালিয়ে যাওয়ার কারণে জাহাজটির ওপর হামলা চালানো হয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা এর আগে বহুবার বলেছেন, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে যেসব জাহাজ ইসরাইলি বন্দরে যাতায়াত করে সেগুলোর ওপর হামলা চালিয়ে যাবে আনসারুল্লাহ।

নেতানিয়াহুর আপত্তি সত্ত্বেও ‘ফিলাডেলফিয়া’ অক্ষ থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার বিবেচনা করা হচ্ছে

হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার সময় গাজা-মিশর সীমান্তবর্তী ফিলাডেলফিয়া অক্ষ থেকে ইহুদিবাদী সেনা প্রত্যাহারের বিষয়টি পর্যালোচনা করতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় অস্বীকার করা সত্ত্বেও, এই আলোচনায় অংশগ্রহণকারী সূত্রগুলি ঘোষণা করেছে যে ফিলাডেলফিয়া অক্ষ থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এটি করা হবে। এদিকে ইহুদিবাদী সূত্রগুলো জানিয়েছে, নেতানিয়াহুর নতুন আপত্তি চুক্তিতে পৌঁছানোকে আরও কঠিন করে তুলবে।  ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীকে গাজা উপত্যকার উত্তরে ফিরে যেতে না দেয়ার জন্য নেতানিয়াহু যে অনুরোধ করছেন তা সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টাকে ধ্বংস করতে পারে। তিনি ফিলাডেলফিয়া অক্ষ থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারেরও ঘোর বিরোধিতা করেছেন।

ইহুদিবাদীদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও ​​গ্রেনেড নিক্ষেপ করেছে ফিলিস্তিনিরা

জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুসে অবস্থিত আল-আকসা শহীদ ব্যাটালিয়ন ঘোষণা করেছে যে, এই ফিলিস্তিনি বাহিনী বালাতা এবং আসকার শিবির এলাকায় ইহুদিবাদী শত্রুর সঙ্গে প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই বাহিনী ইহুদিবাদী সৈন্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে ও গ্রেডেন হামলা চালায়। তুলকারমে আগ্রাসন চালানো ইসরাইলে সেনাদের ওপরও কুদস বাহিনীর হামলা চালিয়েছে। অন্যদিকে, কালকিলিয়া শহরে হামলার সময় ইহুদিবাদী সৈন্যরা ফিলিস্তিনি নাগরিক ‘তারেক দাউদ’কে আত্মসমর্পণে বাধ্য করার জন্য দশমবারের মতো তার মাকে গ্রেপ্তার করেছে। তারা কালকিলিয়া শহরের কাফারসাবা পাড়ায় আরও বেশ কিছু ফিলিস্তিনিদের বাড়িতেও হামলা চালায়।

ইয়েমেনের ভূখণ্ডে ইঙ্গো-মার্কিন বাহিনীর হামলা

আমেরিকান-ব্রিটিশ আগ্রাসী জোট ইয়েমেনের ভূখণ্ডের আবারও বিমান হামলা চালিয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, আমেরিকান-ব্রিটিশ আগ্রাসী জোটের সেনারা পশ্চিম ইয়েমেনের হুদায়দাহ বিমানবন্দরে তিনবার বিমান হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর ভয়ে ইহুদিবাদী কোম্পানির অদ্ভুত কাজ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের গভীর অভ্যন্তরের বেশ কিছু স্পর্শকাতর স্থাপনার কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশের পর, ইহুদিবাদী মিডিয়া ঘোষণা করেছে যে, ইসরাইলি বিদ্যুৎ কোম্পানি লেবাননের সঙ্গে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কাকে মাথায় রেখে একটি মহড়া চালাচ্ছে। আজ (রোববার) থেকে শুরু হওয়া এই মহড়া চলবে ৫ দিন। শুক্রবার দুটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও দুটি রকেটের আঘাতে উত্তর ইসরাইলে আল-মুতলা শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর ইহুদিবাদী সরকার এই সিদ্ধান্ত নেয়।  এই প্রেক্ষাপটে, সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের বিদ্যুৎ কোম্পানির মহাব্যবস্থাপক ‘শৌল গোল্ডস্টেইন’ হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে, দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন: একটানা ৭২ ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট হলে, ইসরাইলের জীবনযাত্রা সম্পূর্ণ অচল হয়ে পড়বে।# 

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ