আমেরিকা, ব্রিটেন এবং ইসরাইলের জন্য বড় ধরনের বিস্ময় অপেক্ষা করছে: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i141674-আমেরিকা_ব্রিটেন_এবং_ইসরাইলের_জন্য_বড়_ধরনের_বিস্ময়_অপেক্ষা_করছে_ইয়েমেন
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্কিন-ব্রিটিশ জোটকে সতর্ক করে দিয়ে বলেছেন যে আগামী দিনগুলো শত্রুদের জন্য অপ্রত্যাশিত বিস্ময়ে পূর্ণ হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১৯:০৯ Asia/Dhaka
  • আমেরিকা, ব্রিটেন এবং ইসরাইলের জন্য বড় ধরনের বিস্ময় অপেক্ষা করছে: ইয়েমেন

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্কিন-ব্রিটিশ জোটকে সতর্ক করে দিয়ে বলেছেন যে আগামী দিনগুলো শত্রুদের জন্য অপ্রত্যাশিত বিস্ময়ে পূর্ণ হবে।

ন্যাশনাল স্যালভেশন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আল-আতাফি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইসরাইলের জোটকে সতর্ক  করে দিয়ে বলেছেন,  তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়া একটি দুঃস্বপ্নে পরিণত হবে যা তাদের নিরাপত্তাকে বিপন্ন করে তুলবে। আমরা আমাদের শত্রুদের সতর্ক করে দিচ্ছি যে আগামী দিনগুলো তাদের জন্য এমন চমক নিয়ে আসবে যা তারা প্রত্যাশাও করতে পারছে না।

এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বছর ১০ জানুয়ারি প্রধান কারণ উল্লেখ না করেই লোহিত সাগরে হামলার বিষয়ে ইয়েমেনের আনসারুল্লাহর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের প্রস্তাবিত ২৭২২ নম্বর প্রস্তাবটি পাস করে। জাতিসংঘের ওই প্রস্তুাব গৃহীত হওয়ার একদিন পর যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডসহ আরও ৮টি দেশ মিলে ইয়েমেনে আনসারুল্লাহর অবস্থানে হামলা চালায়। ওয়াশিংটনের সবুজ সংকেতে গাজায় ইহুদিবাদী ইসরাইল বর্বরোচিত বোমা হামলা শুরু করে। গাজায় নিরিহ ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে ইসরাইলগামী যেকোনো জাহাজে হামলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইয়েমেন।

ইয়েমেনি সেনাবাহিনীর বাহিনী প্রতিশ্রুতি দিয়েছে যতক্ষণ না ইসরাইলি সরকার গাজায় তাদের হামলা বন্ধ না করবে তারা এই সরকারের জাহাজ বা দখলকৃত অঞ্চলের জন্য পাড়ি দেয়া জাহাজগুলোর ওপর আক্রমণ চালিয়ে যাবে। ইয়েমেনি সেনাবাহিনী জোর দিয়ে বলেছে যে এডেন উপসাগর এবং লোহিত সাগরে অন্যান্য জাহাজ অবাধে এবং বিনামূল্যে চলাচল করতে পারবে এবং তারা সম্পূর্ণ নিরাপত্তা উপভোগ করবে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৫  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।