হিজবুল্লাহর সমস্ত মনোযোগ এখন আক্কা শহরে: অধিকৃত অঞ্চলে হামলা চলছে
পার্সটুডে: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে ৩৪টি সামরিক অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে।
লেবাননে হিজবুল্লাহর ঘোষণা অনুযায়ী, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দখলদার সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননের ইসলামি প্রতিরোধকামী সংগঠনটির অভিযানগুলো ছিল ইহুদিবাদী বাহিনীর অগ্রগতি ঠেকানোর পাশাপাশি লেবাননের সীমান্ত এলাকায় অধিকৃত অঞ্চলে আগ্রাসী এই বাহিনীর ওপর হামলা চালানোর জন্য। পার্সটুডের খবর অনুযায়ী,লেবাননের হিজবুল্লাহও একটি বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা আক্কা শহরের উত্তরে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর শারগা ঘাঁটি দ্বিতীয়বারের মতো বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর ঘোষণা অনুসারে, প্রতিরোধ বাহিনী বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোন দিয়ে আল-খাইয়ামের দক্ষিণে আল-আমরা ক্রসিংয়ে ইহুদিবাদী সৈন্যদের সমাবেশকেও লক্ষ্যবস্তু করেছে।
লেবাননের হিজবুল্লাহ শনিবার রাতে ঘোষণা করেছে যে তারা আল জেবিন শহরের উপকণ্ঠে ইসরাইলি সৈন্যদের একটি মেরকাভা ট্যাঙ্ক একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দিয়েছে এবং একই সঙ্গে ঘোষণা করেছে যে এ হামলায় ট্যাঙ্কের ভেতরে থাকা সব দখলকারী সেনা হয়ত নিহত বা আহত হয়েছে।
শনিবার রাতে লেবাননের ইসলামি প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ এক বিবৃতিতে দক্ষিণ লেবাননের আল-বায়দা শহরের আশেপাশে প্রতিরোধকামী যোদ্ধা এবং ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে।
ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর অভিযান যখন অব্যাহত রয়েছে তখন দখলদার সরকারের মিডিয়া দক্ষিণ লেবাননে সংঘর্ষে ২ ইসরাইলি সৈন্যের মৃত্যু এবং ১২ জন সৈন্যের আহত হওয়ার খবর দিয়েছে।
এদিকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা শহীদ ইজ্জেদিন আল-কাসাম ব্যাটালিয়নও ইসরাইলি সরকারের অপরাধযজ্ঞের মোকাবিলার ধারাবাহিকতায় ইসরাইলের দখলকৃত অঞ্চলের দক্ষিণে ইহুদিবাদী সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে।
আল-কাসসাম ব্যাটালিয়ন এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ইসরাইলি সেনাবাহিনীর রাইম সামরিক ঘাঁটি রাজুম ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। ইহুদিবাদী সামরিক ঘাঁটি "রাইম" গাজায় ইসরাইলের বিশেষ বাহিনীর সদর দপ্তর হিসেবে পরিচিত।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে ইসরাইলি সরকার গাজা উপত্যকায় অরক্ষিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা শুরু করেছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলায় ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং এক লাখেরও বেশি আহত হয়েছে।
উল্লেখ্য যে ইসরাইলের শাসন কাঠামো ১০১৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিকতার নীল নকশার ফসল এবং বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল অবৈধ ইসরাইল রাষ্ট্র এবং ১৯৪৮ সালে এর অস্তিত্ব ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে ফিলিস্তিনি জনগণের ওপর ধারাবাাহিক গণহত্যা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরাইল।#
পার্সটুডে/এমবিএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।