আলাভিরা কারা, কী তাদের পরিচয়?
https://parstoday.ir/bn/news/west_asia-i145472-আলাভিরা_কারা_কী_তাদের_পরিচয়
পার্সটুডে-পশ্চিম এশিয়া হচ্ছে সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির লালনভূমি। এই অঞ্চলেই রয়েছে নানা ধর্ম ও সভ্যতার শেকড়। এই অঞ্চলের একটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হচ্ছে আলাভি। পশ্চিম এশিয়া বিশেষ করে সিরিয়ার ইতিহাসে তাদের বিশেষ ভূমিকা রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২৪ ১৯:৫৭ Asia/Dhaka
  • আলাভিরা কারা, কী তাদের পরিচয়?
    আলাভিরা কারা, কী তাদের পরিচয়?

পার্সটুডে-পশ্চিম এশিয়া হচ্ছে সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির লালনভূমি। এই অঞ্চলেই রয়েছে নানা ধর্ম ও সভ্যতার শেকড়। এই অঞ্চলের একটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হচ্ছে আলাভি। পশ্চিম এশিয়া বিশেষ করে সিরিয়ার ইতিহাসে তাদের বিশেষ ভূমিকা রয়েছে।

পার্সটুডে জানাচ্ছে, সম্প্রতি সিরিয়ায় রেকর্ডকৃত বিভিন্ন ভিডিও ক্লিপ ইন্টারনেটে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো ও সশস্ত্র ব্যক্তিরা সিরিয়ার কিছু মানুষ ও তাদের পরিবারকে হয়রানি করছে এবং তাদেরকে নুসাইরিয়া বা আলাভি হিসেবে অভিহিত করছে। কিন্তু আলাভিরা কারা এবং তাদের বিশ্বাস কেমন?

আলাভিদেরকে নুসরাইরা নামেও ডাকা হয়। তারা মহানবী হজরত মুহাম্মাদ (স.)'র আহলে বাইতের ভক্ত। আলাভিরা সিরিয়ার লাতাকিয়া প্রদেশসহ দেশটির পার্বত্য অঞ্চলে বাস করে। সিরিয়ার ধর্মীয় সংখ্যালঘু হিসেবে আলাভিরা ইতিহাস জুড়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

সামাজিক ও রাজনৈতিক ভূমিকা:

ইতিহাস জুড়ে বারবারই ধর্মীয় ও সামাজিক দিক থেকে বৈষম্যের শিকার হয়েছে আলাভিরা। উসমানীয় আমলে এবং তারও আগে ধর্মীয় পার্থক্যের কারণে দমন-পীড়নের শিকার হয়েছে এই সম্প্রদায়। পরবর্তীতে সিরিয়ায় বাথ পার্টি এবং হাফিজ আসাদ ক্ষমতায় আসার পর তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থানের উন্নতি হয়।

মতবিশ্বাস:

মহানবী (স.)'র উত্তরসূরি এবং স্থলাভিষিক্ত ইমাম আলী (আ.)-এর প্রতি আলাভিদের বিশেষ ভক্তি রয়েছে।

আলাভিদের দৃষ্টিতে চারটি আধ্যাত্মিক দরজা রয়েছে। এই চারটি হলো যথাক্রমে:

শরিয়ত

তরিকত

মারেফত

হকিকত

আলাভিরা পরিবার ও নারীদের প্রতি সম্মান প্রদর্শনকে অত্যন্ত গুরুত্ব দেয়। আলাভিদের দৃষ্টিতে পাঁচটি বড় পাপ হলো:

মানব হত্যা

ব্যভিচার বা জেনা

স্ত্রী তালাক

মানুষের অধিকার লঙ্ঘন

চুরি

সঙ্গীত সম্পর্কে আলাভিদের দৃষ্টিভঙ্গি:

আলাভিরা সঙ্গীতপ্রেমী। ক্ষমতায় থাকা বা না-থাকার ওপর তাদের সঙ্গীত চর্চা নির্ভর করে নি। তাদের কোনো কোনো নেতা বাদ্যবাদক ও গায়ক ছিলেন।

কোন কোন দেশে আলাভিদের বসবাস:

আলেভিরা মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে তাদের বেশিরভাগই সিরিয়া, তুরস্ক, ইরাক, লেবানন এবং পশ্চিম এশিয়ার অন্য কিছু এলাকায় বাস করেন।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।