জেরুজালেমে পুলিশের সঙ্গে হারেদি ইহুদিদের সংঘর্ষ; ৩ পুলিশ আহত
https://parstoday.ir/bn/news/west_asia-i146456-জেরুজালেমে_পুলিশের_সঙ্গে_হারেদি_ইহুদিদের_সংঘর্ষ_৩_পুলিশ_আহত
দখলকৃত বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে ইসরাইলি পুলিশ বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছে সেনা প্রশিক্ষণ বিরোধী হারেদি ইহুদিরা। তারা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি মরিচের গুড়া স্প্রে করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৯, ২০২৫ ১৯:৪৩ Asia/Dhaka
  • জেরুজালেমে পুলিশের সঙ্গে হারেদি ইহুদিদের সংঘর্ষ; ৩ পুলিশ আহত

দখলকৃত বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে ইসরাইলি পুলিশ বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছে সেনা প্রশিক্ষণ বিরোধী হারেদি ইহুদিরা। তারা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি মরিচের গুড়া স্প্রে করেছে।

ইসরাইলি টিভি চ্যানেল-টুয়েলভ জানিয়েছে, হারেদি ইহুদিদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিরুদ্ধে বিক্ষোভকারীরা অধিকৃত জেরুজালেমে ইসরাইলি সেনাবাহিনীতে অর্থোডক্স ইহুদি ইউনিট গঠনের ২৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সভা বানচালের চেষ্টা করেছে। তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে ঘটনাস্থলের আশেপাশের রাস্তায় যানজট সৃষ্টি করে।

বিক্ষোভকারীরা ইসরাইলি পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে ও মরিচের গুড়া স্প্রে করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে।

আয়োজিত সভায়  শত শত হারেদি সৈন্যসহ হাজার হাজার উগ্র ইহুদির অংশগ্রহণের কথা ছিল এবং ইসরাইলি সেনাবাহিনীর অর্থোডক্স নেতৃত্ব এই সভার অন্যতম আর্থিক পৃষ্ঠপোষক। ইসরাইলি পুলিশের প্রচেষ্টা সত্ত্বেও সভাস্থলের আশেপাশে বহু বিক্ষোভকারী অবস্থান নিয়েছে এবং এটি ব্যাহত করার চেষ্টা করছে।

ইসরাইলি পুলিশ ঘোষণা করেছে, সংঘর্ষে তাদের অন্তত তিনজন সদস্য আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।হারেদি ইহুদিরা মনে করে যে, তাদের বিশ্বাস সরাসরি মূসা (আ.) এবং সিনাই পর্বতে তাঁর উপর অবতীর্ণ তাওরাত থেকে উদ্ভূত।দখলদার ইসরাইলের জনসংখ্যার প্রায় এগারো শতাংশ হারেদি ইহুদি।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।