গাজায় ফিলিস্তিনি শিশুদের অবস্থা কেমন?
https://parstoday.ir/bn/news/west_asia-i150504
গাজার শিশুদের অবস্থা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ঐ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা গ্রহণের লাইনে হামলা চালিয়ে এবং গাজাবাসীকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রেখে সব বয়সী মানুষকে হাসপাতালে ও জরুরি বিভাগে যেতে বাধ্য করেছে।
(last modified 2025-07-19T13:28:47+00:00 )
জুলাই ১৯, ২০২৫ ১৭:৩৫ Asia/Dhaka
  • গাজায় ফিলিস্তিনি শিশুদের অবস্থা কেমন?
    গাজায় ফিলিস্তিনি শিশুদের অবস্থা কেমন?

গাজার শিশুদের অবস্থা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ঐ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা গ্রহণের লাইনে হামলা চালিয়ে এবং গাজাবাসীকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রেখে সব বয়সী মানুষকে হাসপাতালে ও জরুরি বিভাগে যেতে বাধ্য করেছে।

আল-মায়াদিনের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি দখলদারদের অব্যাহত অবরোধ এবং গাজাবাসীকে অনাহারে রাখার নীতির কারণে সাড়ে ছয় লাখের বেশি শিশু মৃত্যুর মুখে রয়েছে।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত ৬৯ জন শিশু অপুষ্টিতে প্রাণ হারিয়েছে এবং খাদ্য ও ওষুধের অভাবে শহীদের সংখ্যা ৬২০ জন ছাড়িয়ে গেছে।

গাজা’র ফিলিস্তিনি মিডিয়া অফিস এক প্রতিবেদনে জানিয়েছে, টানা ১৩৯ দিন যাবৎ গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়ে দখলদার ইসরায়েল ত্রাণ ও জ্বালানিবাহী ৭৬ হাজারেরও বেশি ট্রাক গাজায় প্রবেশে বাধা দিয়েছে।

প্রতিবেদনটি আরও জানায়, দখলদার ইসরায়েল এখন পর্যন্ত ৫৭টি মানবিক সহায়তা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে এবং ১২১ বার সরাসরি ত্রাণ কাফেলায় হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।