তেল আবিবের ভেতরে ক্ষোভ: 'মৃত্যুর মন্ত্রিসভা' থেকে গাজায় মারণাস্ত্র বর্ষণ
https://parstoday.ir/bn/news/west_asia-i151082
পার্স টুডে: গাজায় আকাশ থেকে ফেলা ত্রাণসামগ্রী যখন ফিলিস্তিনিদের জীবন কেড়ে নিচ্ছে, তখন ইসরায়েলি বন্দিদের পরিবারগুলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পণবন্দিদের হত্যার জন্য অভিযুক্ত করে তাঁর ক্যাবিনেটকে 'মৃত্যুর মন্ত্রিসভা' বলে আখ্যা দিয়েছে। একইসঙ্গে তারা যুদ্ধের অবসান ও বন্দিদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।
(last modified 2025-08-10T12:57:42+00:00 )
আগস্ট ১০, ২০২৫ ১৮:৫৩ Asia/Dhaka
  • নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে ইহুদিবাদীদের বিক্ষোভ
    নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে ইহুদিবাদীদের বিক্ষোভ

পার্স টুডে: গাজায় আকাশ থেকে ফেলা ত্রাণসামগ্রী যখন ফিলিস্তিনিদের জীবন কেড়ে নিচ্ছে, তখন ইসরায়েলি বন্দিদের পরিবারগুলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পণবন্দিদের হত্যার জন্য অভিযুক্ত করে তাঁর ক্যাবিনেটকে 'মৃত্যুর মন্ত্রিসভা' বলে আখ্যা দিয়েছে। একইসঙ্গে তারা যুদ্ধের অবসান ও বন্দিদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

তেল আবিবে ব্যাপক বিক্ষোভ, গণমাধ্যমে হামলা ও বিদেশি নেতাদের প্রতি হুমকি—সবই দখলদার ইসরায়েলি শাসনব্যবস্থার গভীর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকটের লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি, এক চরমপন্থী রাব্বির পক্ষ থেকে ফরাসি প্রেসিডেন্টকে হত্যার হুমকি এবং প্যারিসের কড়া প্রতিক্রিয়া, গাজায় আকাশপথে সাহায্য পাঠানোর নামে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক নিন্দা—সব মিলিয়ে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এই সংবাদ পর্যালোচনায় তুলে ধরা হলো।

'মৃত্যুর মন্ত্রিসভা': নেতানিয়াহুর প্রতি ইসরায়েলি বন্দিদের পরিবারের ক্রোধ

ইসরায়েলি বন্দিদের পরিবার নেতানিয়াহুর মন্ত্রিসভাকে বিশ্বাসঘাতকতা ও বন্দি হত্যার অভিযোগ এনেছে। তারা দাবি করেছে, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে বন্দি বিনিময় চুক্তি প্রত্যাখ্যান করে তাদের জীবন বিপন্ন করেছেন। বন্দিদের পরিবার অর্থনৈতিক অবরোধ, সরকারের কাজ বন্ধ এবং ব্যাপক বিক্ষোভের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

ইসরায়েলিদের ব্যাপক বিক্ষোভ ও নেতানিয়াহু-সমর্থক মিডিয়ায় হামলা

গাজায় সংকট বৃদ্ধির সাথে সাথে হাজার হাজার ইসরায়েলি তেল আবিবের রাস্তায় নেমে যুদ্ধের অবসান ও বন্দিদের মুক্তির দাবি জানিয়েছে। তারা নেতানিয়াহু-সমর্থক মিডিয়া 'চ্যানেল ১৩'-এর স্টুডিওতে হামলা চালিয়েছে। বিক্ষোভকারীরা তাৎক্ষণিক যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং গাজা দখলের পরিকল্পনা বাদ দেওয়ার দাবি জানিয়েছে। নেতানিয়াহু গাজা পূর্ণ দখলের উপর জোর দিলেও জনগণের চাপ তার বিরুদ্ধে বাড়ছে।

ফ্রান্সের প্রেসিডেন্টকে হত্যার হুমকি, রাব্বির বিরুদ্ধে তদন্ত

একজন চরমপন্থী ইসরায়েলি রাব্বি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্ররনকে হত্যার হুমকি দেওয়ায় প্যারিসের আদালত তদন্ত শুরু করেছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাব্বি ডেভিড ড্যানিয়েল কোহেন এই হুমকি দেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্যের নিন্দা করে আদালতে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, এটি ইহুদি-বিদ্বেষ নয়, বরং ফ্রান্স ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি প্রকাশ্য অবমাননা।

গাজাবাসীদের জন্য মৃত্যুর সহায়তা

গাজায় বিমান থেকে ফেলা ত্রাণসহায়তা কোন উপকার না করে বরং এখন পর্যন্ত কয়েক ডজন মানুষকে হত্যা ও আহত করেছে। হামাস ও আন্তর্জাতিক সংস্থাগুলো এই পদ্ধতিকে 'বিপজ্জনক ও অকার্যকর' বলে উল্লেখ করেছে। এখন পর্যন্ত ২৩ জন মারা গেছে এবং ১২৪ জনের বেশি আহত হয়েছে। এই সহায়তা ইসরায়েল দখলকৃত এলাকায় বা সেখানকার লোকজনকে সরিয়ে নেওয়ার স্থানে পড়ছে। হামাস এই পদ্ধতিকে 'ক্ষুধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপকৌশল' বলে উল্লেখ করে বলেছে, শুধুমাত্র স্থলপথ খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো একমাত্র সমাধান। আন্তর্জাতিক সংস্থাগুলোও সতর্ক করেছে যে, বিমান সহায়তা কার্যকর ও নিরাপদ সহায়তার বিকল্প নয়।#

পার্সটুডে/এমএআর/১০