নেতানিয়াহু'র বহুমুখী সংকট এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বার্তা
-
নেতানিয়াহু
পার্সটুডে- বিভিন্ন দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘটনা দখলদার ইসরায়েলের অবস্থানকে আরও বেশি টালমাটাল করে তুলেছে, এটা এমন এক সময় ঘটছে যখন যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা সংকটে জর্জরিত।
ইহুদিবাদী ইসরায়েল বিষয়ক বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই সঙ্গে একাধিক বড় সংকটের মুখোমুখি। এর মধ্যে রয়েছে- ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ক্রমবর্ধমান ঢেউ, যা ফিলিস্তিন প্রশ্নকে এক অনস্বীকার্য রাজনৈতিক বাস্তবতায় পরিণত করেছে; ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও হুমকি এবং উগ্র ডানপন্থী জোটের অভ্যন্তরীণ চাপ। এসব উগ্র ডানপন্থী সব ধরণের ছাড় বা সমঝোতার তীব্র বিরোধী।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, নেতানিয়াহু আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়া কাটিয়ে উঠতে সামরিক শিল্পকে শক্তিশালী করা এবং আত্মনির্ভরতার ওপর ভরসা রাখার চেষ্টা করছেন। তবে এই কৌশল অর্থনৈতিক পতনের পথও সুগম করতে পারে। একদিকে তিনি গাজা উপত্যকায় মানবিক সহায়তা কিছুটা সহজ করার মতো কৌশলগত ছাড় দিতে চাইছেন, অন্যদিকে কঠোর নীতিও বজায় রাখছেন— যাতে বৈশ্বিক চাপ কিছুটা কমানো যায় এবং অভ্যন্তরীণ ঐক্যও অটুট থাকে। কিন্তু এই নীতি দীর্ঘমেয়াদে গুরুতর রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে।
আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক আমজাদ বশকার বলেছেন, কিছু দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক পদক্ষেপ ২০২৩ সালের ৭ অক্টোবর পরবর্তী পরিবর্তনের সরাসরি ফল। তিনি জোর দিয়ে বলেন, যদিও ফিলিস্তিন আইনি দিক থেকে একটি বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃত হয়েছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে তা এখনো দখলদার ইসরাইলের নিয়ন্ত্রণাধীন। তার মতে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো— এই আইনি স্বীকৃতিকে বাস্তব স্বাধীনতায় রূপান্তর করা; কারণ ইসরায়েল এখনো পশ্চিম তীরের ৬০ শতাংশের বেশি এলাকা, প্রবেশদ্বার ও আকাশসীমার নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং ব্যাপক বসতি স্থাপনের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতাকে ক্রমেই জটিল করে তুলছে। পশ্চিম তীরের বাসিন্দাদের জীবনও অসহনীয় অবস্থায় কাটছে।
বশকার আরও বলেন, এই স্বীকৃতিগুলো পুনরায় বিশ্ব ও আরব জনমতকে ফিলিস্তিন প্রশ্নের দিকে টেনে আনতে পারে এবং মার্কিন প্রভাব কমিয়ে রাজনৈতিক অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে ফিলিস্তিনিদের কৌশলের অংশ হিসেবে কাজ করতে পারে। তবে পূর্ণ স্বাধীনতা অর্জনের পথে এখনো গুরুতর বাধা রয়ে গেছে।#
পার্সটুডে/এসএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।