হারেদিদের সামরিক চাকরি থেকে অব্যাহতি আইনের বিরুদ্ধে অবস্থান ইসরায়েলি বিরোধী দলগুলোর
পার্সটুডে- ইহুদি শাসকগোষ্ঠীর বিরোধী দলের নেতারা হারেদীদের সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়ার খসড়া আইনকে ব্যর্থ করার প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন।
ইসরায়েলের টেলিভিশনের "হাফট" নিউজ চ্যানেল জানিয়েছে যে বিরোধী দলগুলোর প্রধানরা ২০২৬ সালের নির্বাচনে জয়লাভের কৌশল নিয়ে আলোচনা করেছেন, আসন্ন নির্বাচনে সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরাজিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
পার্সটুডে অনুসারে,ইসরায়েলি বিরোধী দলগুলোর প্রধানরা ইসরায়েলি সেনাবাহিনীতে সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়া আইন পাসের বিরুদ্ধে লড়াই করার তাদের অভিপ্রায় ঘোষণা করে জোর দিয়ে বলেছেন যে তারা এমন একটি আইনকে এগিয়ে নিয়ে যাবেন যা অতি-অর্থোডক্স ইহুদিদের (হারেদীদের) সামরিক চাকরিতে সেবা দিতে বাধ্য করবে। ইসরায়েলি সেনাবাহিনীতে জনবল সরবরাহের ভারী বোঝা নিয়ে নিয়মিত এবং সংরক্ষিত সৈন্যদের কাঁধে চাপিয়ে দেওয়ার কথা উল্লেখ করে তারা জোর দিয়ে বলেছেন যে তারা নেসেটে সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়ার খসড়া আইনের বিরোধিতা করবেন।
রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে নেতানিয়াহুর জোটের মিত্রদের নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপের চলমান প্রচেষ্টার কথা উল্লেখ করে বিরোধী দলগুলো বলেছে, "তারা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠানের জন্য যথাসাধ্য চেষ্টা করবে।"
ইসরায়েলি বিরোধী দলগুলোর সমান বাধ্যতামূলক সামরিক পরিষেবা আইনটি এগিয়ে নেওয়ার প্রচেষ্টা এমন এক সময়ে শুরু হয়েছে যখন তেল আবিব এবং অধিকৃত জেরুজালেমে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হারেদি আন্দোলনের বিশাল বিক্ষোভ দেখা দিয়েছে।
হারেদি ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক পরিষেবা এবং যুদ্ধে অংশগ্রহণ থেকে সম্পূর্ণ অব্যাহতির দাবি করছে; তবে, ইহুদিবাদীদের একটি বড় অংশ, বিশেষ করে বিরোধী দল, সামরিক পরিষেবায় সকলের জন্য সমানতার উপর জোর দেয়।
মন্ত্রিসভা জোট গঠনের আগে,নেতানিয়াহু হারেদিকে তার প্রধানমন্ত্রীত্বের মেয়াদের শুরুতে সামরিক পরিষেবা থেকে হারেদিদের অব্যাহতির খসড়া আইনটি অনুমোদনের প্রতিশ্রুতি দিয়েছিলেন; তবে, সেনাবাহিনীতে সামরিক কর্মীর গুরুতর ঘাটতি এবং নেসেটের মধ্যপন্থী সদস্যদের আপত্তির কারণে এর অনুমোদন স্থগিত করা হয়েছিল। #
পার্সটুডে/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।