পর্তুগিজ নাগরিকত্ব পেতে ইহুদি বসতি স্থাপনকারীদের দীর্ঘ সারি
-
তেল আবিবে পর্তুগিজ দূতাবাসের সামনে ইহুদি বসতি স্থাপনকারীদের দীর্ঘ লাইন
পার্সটুডে-পর্তুগিজ নাগরিকত্ব পেতে শুক্রবার হাজার হাজার ইহুদিবাদী পর্তুগিজ দূতাবাসের সামনে দীর্ঘ সারি তৈরি করেছে।
টাইমস অফ ইসরায়েল ওয়েবসাইট এক প্রতিবেদনে লিখেছে: নাগরিকত্ব পেতে বা তাদের পর্তুগিজ পাসপোর্ট নবায়নের জন্য নিবন্ধন করতে শুক্রবার তেল আবিবে পর্তুগিজ দূতাবাসের সামনে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনকারী দীর্ঘ সারি তৈরি করেছে। ইহুদিবাদী এই সংবাদমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই আয়োজনটি বিশেষ করে দূতাবাসের ব্যস্ত অনলাইন সিস্টেমের পরিবর্তে ব্যক্তিগতভাবে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণের জন্য একটি বিশেষ দিন ঘোষণার পরিকল্পনাকে ব্যাপকভাবে স্বাগত জানানো হয়েছে, ।
অনেক আবেদনকারী সূর্যোদয়ের আগে ঘটনাস্থলে পৌঁছে যান। কেউ কেউ ভিড়ের কারণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতেও রাজি হন নি।
এই সংবাদমাধ্যমের মতে, নাগরিকত্ব গ্রহণ এবং পর্তুগিজ পাসপোর্ট নবায়নের জন্য ইহুদিবাদীদের অনেক অনুরোধের পর পর্তুগিজ দূতাবাসের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। পূর্বে, দূতাবাসের অনলাইন সিস্টেম আবেদনের ভারে উপচে পড়েছিল এবং অনেক আবেদনকারী অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন নি।
বসতি স্থাপনকারীদের মধ্যে পর্তুগিজ নাগরিকত্বের উচ্চ চাহিদা তীব্রতর হয়েছে, বিশেষ করে পর্তুগালে ২০১৫ সালে প্রত্যাবর্তন আইন পাস হওয়ার পর। এই আইন সেফার্ডিক ইহুদিদের জীবিত প্রজন্মকে পর্তুগিজ নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করে দিয়েছে।
৭ অক্টোবর, ২০২৩ সালের অভিযানের পর, যা ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে ব্যাপকভাবে চাপে ফেলেছিল, এই আবেদনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ইসরাইলের অনেক বাসিন্দা নিরাপত্তার স্বার্থে এবং ইউরোপীয় দেশগুলোতে চলাচলের স্বাধীনতার জন্য ইইউ পাসপোর্ট চাইছেন।
দ্য টাইমস অফ ইসরায়েল আরও জানিয়েছে: পর্তুগিজ নাগরিকত্ব অর্জন কেবল ইসরায়েলিদের ইইউ দেশগুলোতে ভ্রমণ করাকেই সহজ করে না বরং উন্নত অর্থনৈতিক ও শিক্ষাগত অবস্থার সন্ধানকারীদের জন্যও আকর্ষণীয়। কারণ অধিকৃত অঞ্চল তথা ইসরাইলের তুলনায় পর্তুগালে কর এবং জীবনযাত্রার খরচ কম।#
পার্সটুডে/এনএম/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।