লেবানন 'বিপজ্জনক, সম্প্রসারণবাদী' ইসরায়েলি আগ্রাসনের কবলে: হিজবুল্লাহ প্রধান
https://parstoday.ir/bn/news/west_asia-i154786-লেবানন_'বিপজ্জনক_সম্প্রসারণবাদী'_ইসরায়েলি_আগ্রাসনের_কবলে_হিজবুল্লাহ_প্রধান
হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম জোর দিয়ে বলেছেন যে লেবানন 'বিপজ্জনক, সম্প্রসারণবাদী ইসরায়েলি আগ্রাসনের' কবলে পড়েছে যা 'যে কোনো উপায়ে' মোকাবেলা করা উচিত। হিজবুল্লাহ প্রধান শুক্রবার শহীদ আলেমদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই মন্তব্য করেন।
(last modified 2025-12-06T12:57:29+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২৫ ১৮:৩০ Asia/Dhaka
  • লেবানন 'বিপজ্জনক, সম্প্রসারণবাদী' ইসরায়েলি আগ্রাসনের কবলে: হিজবুল্লাহ প্রধান

হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম জোর দিয়ে বলেছেন যে লেবানন 'বিপজ্জনক, সম্প্রসারণবাদী ইসরায়েলি আগ্রাসনের' কবলে পড়েছে যা 'যে কোনো উপায়ে' মোকাবেলা করা উচিত। হিজবুল্লাহ প্রধান শুক্রবার শহীদ আলেমদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই মন্তব্য করেন।

কাসেম জোর দিয়ে বলেন যে ইসরায়েলের কর্মকাণ্ড "সম্প্রসারণবাদী" নীতির ভিত্তিতে চলছে। তিনি উল্লেখ করেন যে দখলদার শাসক গোষ্ঠী গত বছর সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলেনি। যদিও লেবানন এবং তার প্রতিরোধ আন্দোলনগুলো তা মেনে চলেছে।

তিনি উল্লেখ করেন যে আগ্রাসনের লক্ষ্য প্রতিরোধকে নিরস্ত্র করা নয় বরং লেবানন দখল করা এবং কথিত "বৃহত্তর ইসরায়েল" দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন শুরু করা।

কথিত 'বৃহত্তর ইসরায়েল' দৃষ্টিভঙ্গি যার মধ্যে ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের পাশাপাশি মিশর, জর্ডান, সিরিয়া এবং লেবাননের কিছু অংশ অন্তর্ভুক্ত রয়েছে যা আগস্টে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু "একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মিশন" হিসাবে বর্ণনা করেছিলেন। তিনি ইসরায়েলি মিডিয়াকে বলেছিলেন যে তিনি 'এই দৃষ্টিভঙ্গির' সাথে গভীর সংযোগ অনুভব করেন। ইসরায়েলি আগ্রাসন বন্ধে বৈরুত সরকার কূটনৈতিক সমাধানের পথ বেছে নিয়েছে উল্লেখ করে কাসেম বলেন যে হিজবুল্লাহ এই বিষয়ে লেবাননের কর্তৃপক্ষের প্রচেষ্টাকে সমর্থন করেছে।

তবে, তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উচিত লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে বা এর প্রতিরক্ষা কৌশলে হস্তক্ষেপ বন্ধ করা। হিজবুল্লাহ প্রধান বলেন যে প্রতিরোধের অস্ত্র এবং যেকোনো আগ্রাসন মোকাবেলায় দেশের প্রতিরক্ষামূলক ক্ষমতা একটি অ-আলোচনাযোগ্য বিষয়। তিনি বলেন, আমরা নিজেদের, আমাদের জনগণ এবং আমাদের দেশকে রক্ষা করব এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং আত্মসমর্পণ করব না।'

হিজবুল্লাহ জোর দিয়ে বলেন যে নিরস্ত্রীকরণ প্রতিরোধ এবং লেবানন সরকারের যেকোনো ছাড় ইসরায়েলের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবে না, তিনি আরও বলেন যে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলতে হবে।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম আগস্ট মাসে দেশটির সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ রাষ্ট্রের কাছে অস্ত্র সীমিত করার পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়ার পর তার এই মন্তব্য এলো। এই সিদ্ধান্তের লক্ষ্য হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করা, যারা কয়েক দশক ধরে দেশকে বহিরাগত আগ্রাসন, বিশেষ করে ইসরায়েলি শত্রুর হাত থেকে রক্ষা করে আসছে। লেবাননের সরকারি কর্মকর্তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে একটি মার্কিন প্রস্তাব নিয়েও আলোচনা করেছেন এবং এর "উদ্দেশ্য" সমর্থন করেছেন।#

পার্সটুডে/এমবিএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।