সিরিয়ায় দায়েশ বহনকারী বাসে বোমা বিস্ফোরণ: ১৫ নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i17257-সিরিয়ায়_দায়েশ_বহনকারী_বাসে_বোমা_বিস্ফোরণ_১৫_নিহত
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সদস্যদের বহনকারী বাসে বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। ব্রিটেনভিত্তিক মনিটরিং গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৫, ২০১৬ ০৮:৪৩ Asia/Dhaka
  • সিরিয়ায় দায়েশ বহনকারী বাসে বোমা বিস্ফোরণ: ১৫ নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সদস্যদের বহনকারী বাসে বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। ব্রিটেনভিত্তিক মনিটরিং গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।

তুর্কি সীমান্তবর্তী ইদলিব প্রদেশের আতেমাহ শরণার্থী শিবিরে ঢোকার মুখে সন্ত্রাসীদের ঘাঁটির কাছে এ বিস্ফোরণ ঘটে। এক বোমা হামলাকারী পোশাকে বাধা বোমা দিয়ে এ বিস্ফোরণ ঘটিয়েছে। সীমান্ত দিয়ে পাচার হয়ে সিরিয়ায় ঢোকা অস্ত্রশস্ত্র এ ঘাঁটিতে মজুদ করা হয়।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত প্রচেষ্টায় জড়িত বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে আলেপ্পোর পার্শ্ববর্তী ইদলিব প্রদেশে। এদিকে, আলেপ্পোয় সরকার বাহিনী এবং সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে।#

রেডিও তেহরান/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১৫