সন্ত্রাসীদের আলেপ্পো ছাড়ার শেষ দিন আজ; আসছে পরস্পর বিরোধী বক্তব্য
https://parstoday.ir/bn/news/west_asia-i28912-সন্ত্রাসীদের_আলেপ্পো_ছাড়ার_শেষ_দিন_আজ_আসছে_পরস্পর_বিরোধী_বক্তব্য
সিরিয়ার আলেপ্পো থেকে সন্ত্রাসীদের বেরিয়ে যাওয়া সম্পর্কে পরস্পর বিরোধী তথ্য পাওয়া যাচ্ছে। সিরিয়ার সরকারের সঙ্গে সমঝোতা অনুযায়ী আজকের মধ্যে সব সন্ত্রাসীর আলেপ্পো ত্যাগ করার কথা রয়েছে। তবে জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, সন্ত্রাসীদের আলেপ্পো ত্যাগের জন্য আরও কয়েক ঘন্টা সময় লাগবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৬ ১৮:৪৯ Asia/Dhaka
  • সিরিয়ার সেনাবাহিনী
    সিরিয়ার সেনাবাহিনী

সিরিয়ার আলেপ্পো থেকে সন্ত্রাসীদের বেরিয়ে যাওয়া সম্পর্কে পরস্পর বিরোধী তথ্য পাওয়া যাচ্ছে। সিরিয়ার সরকারের সঙ্গে সমঝোতা অনুযায়ী আজকের মধ্যে সব সন্ত্রাসীর আলেপ্পো ত্যাগ করার কথা রয়েছে। তবে জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, সন্ত্রাসীদের আলেপ্পো ত্যাগের জন্য আরও কয়েক ঘন্টা সময় লাগবে।

আজ এরইমধ্যে কয়েক হাজার সন্ত্রাসী বাসসহ বিভিন্ন যানে উঠে শহর ত্যাগ করেছে বলে তারা জানিয়েছেন।

তবে সন্ত্রাসীদের সমর্থক সংস্থা হিসেবে পরিচিত 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' ঘোষণা করেছে, সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো শহর থেকে সন্ত্রাসীদের সর্বশেষ দলটিও বেরিয়ে গেছে এবং সেনাবাহিনী শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

এদিকে, তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আজ (বৃহস্পতিবার) বলেছেন, প্রায় ৪০ হাজার মানুষ পূর্ব আলেপ্পো ছেড়েছে।

সিরিয়ার সেনাবাহিনী বলেছে, সন্ত্রাসীরা নাশকতার আশ্রয় না নিলে আজকের মধ্যেই আলেপ্পো পুরোপুরি সন্ত্রাসীমুক্ত হয়ে যাবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২