ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার তীব্র সমালোচনা করেছেন বাহরাইনের আলেম সমাজ
https://parstoday.ir/bn/news/west_asia-i29236-ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_প্রতিষ্ঠার_তীব্র_সমালোচনা_করেছেন_বাহরাইনের_আলেম_সমাজ
বাহরাইনের আলেম সমাজ দখলদার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আলে খলিফা সরকারের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এক যৌথ বিবৃতিতে বাহরাইন সরকারের এ পদক্ষেপকে উস্কানিমূলক অভিহিত করে একে আরব ও মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৬ ১৩:০৬ Asia/Dhaka
  • ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার তীব্র সমালোচনা করেছেন বাহরাইনের আলেম সমাজ

বাহরাইনের আলেম সমাজ দখলদার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আলে খলিফা সরকারের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এক যৌথ বিবৃতিতে বাহরাইন সরকারের এ পদক্ষেপকে উস্কানিমূলক অভিহিত করে একে আরব ও মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছেন।

বাহরাইনের আলেমরা আরো বলেছেন, এ অঞ্চলের স্বৈরসরকারগুলো জনগণের স্বার্থ ও সংখ্যাগুরু মানুষের ধর্মীয় বিশ্বাসকে উপেক্ষা করে জোর করে ক্ষমতায় টিকে আছে। তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় বাহরাইন সরকারের প্রচেষ্টার সমালোচনা করে বলেছেন, বাহরাইনে ইসরাইলের কোনো জায়গা হবে না।

এদিকে, বাহরাইনের বিপ্লবী 'ফোরটিন-ফেব্রুয়ারি' গ্রুপও বলেছে, আলে খলিফা সরকার ও দখলদার ইসরাইল জাতিগুলোর সঙ্গে শত্রুতা এবং সহিংসতা ও সন্ত্রাসবাদের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং তাদের নীতি আদর্শ এক ও অভিন্ন। #  

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/২৬