সন্ত্রাসীদের বর্বরতা: আলেপ্পোয় আরো গণ-কবরের সন্ধান
https://parstoday.ir/bn/news/west_asia-i29293-সন্ত্রাসীদের_বর্বরতা_আলেপ্পোয়_আরো_গণ_কবরের_সন্ধান
সম্প্রতি মুক্ত হওয়া সিরিয়ার আলেপ্পো শহরে আরো কয়েকটি গণ-কবরের সন্ধান পাওয়া গেছে। রাশিয়ার সেনারা এসব গণকবরের সন্ধান পেয়েছেন। গণ-কবরগুলোতে যেসব লাশ পাওয়া গেছে তাতে বর্বর নির্যাতনের চিহ্ন রয়েছে এবং বিদেশী মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসীরা এসব হত্যাকাণ্ড চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৬ ২৩:৫৪ Asia/Dhaka
  • সন্ত্রাসীদের বর্বরতা: আলেপ্পোয় আরো গণ-কবরের সন্ধান

সম্প্রতি মুক্ত হওয়া সিরিয়ার আলেপ্পো শহরে আরো কয়েকটি গণ-কবরের সন্ধান পাওয়া গেছে। রাশিয়ার সেনারা এসব গণকবরের সন্ধান পেয়েছেন। গণ-কবরগুলোতে যেসব লাশ পাওয়া গেছে তাতে বর্বর নির্যাতনের চিহ্ন রয়েছে এবং বিদেশী মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসীরা এসব হত্যাকাণ্ড চালিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেংকভ আজ এক বিবৃতিতে বলেছেন, কয়েক ডজন সিরিয় নাগরিকের লাশ রয়েছে এমন গণ-কবরের সন্ধান পাওয়া গেছে যারা বর্বর নির্যাতনের শিকার হয়েছে এবং শেষ পর্যন্ত যাদেরকে হত্যা করা হয়েছে। অনেকগুলো লাশের সঙ্গে দেহের সব অঙ্গ-প্রত্যঙ্গ নেই। এছাড়া, বেশিরভাগ লোককে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। মনে করা হচ্ছে- এ ধরনের গণ-কবর পাওয়ার ঘটনা কেবল শুরু হয়েছে; এমন বহু গণকবর হয়ত পাওয়া যাবে।”

রুশ মুখপাত্র আরো বলেন, এসব ঘটনাকে মারাত্মক যুদ্ধাপরাধ হিসেবে নথিভুক্ত করা হবে। তিনি জানান, এসব ঘটনা প্রকাশ্যে আনা হবে যাতে সিরিয়ার কথিত বিরোধী পক্ষের ইউরোপীয় পৃষ্ঠপোষকরা বুঝতে পারে আসলে এসব সন্ত্রাসী কারা। কোনাশেংকভ আরো জানান, পূর্ব আলেপ্পো ছাড়ার আগে তাকফিরি সন্ত্রাসীরা রাস্তা ও পূর্ব আলেপ্পোর প্রবেশদ্বারে মাইন পেতে রেখে গেছে। এছাড়া, রুশ সেনারা সন্ত্রাসীদের সাতটি বিশাল অস্ত্র-গুদাম খুঁজে পেয়েছে যা কেবল নিয়মিত সেনাবাহিনীর কয়েকটি পদাতিক ব্যাটালিয়নেরে অধীনে থাকতে পারে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬