মসুলে দায়েশ বিরোধী অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে: আল-আবাদি
https://parstoday.ir/bn/news/west_asia-i30484-মসুলে_দায়েশ_বিরোধী_অভিযান_চূড়ান্ত_পর্যায়ে_রয়েছে_আল_আবাদি
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, দেশটির উত্তরপশ্চিমাঞ্চল প্রদেশ নিনেভাতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৯, ২০১৭ ১৬:২৪ Asia/Dhaka
  • মসুলে দায়েশ বিরোধী অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে: আল-আবাদি

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, দেশটির উত্তরপশ্চিমাঞ্চল প্রদেশ নিনেভাতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ইরাকের সশস্ত্র বাহিনী দিবসে আলাপের সময় এ কথা জানান তিনি। তিনি আরো বলেন, নিনেভা প্রদেশের প্রায় দুই তৃতীয়াংশ দায়েশ মুক্ত করতে পেরেছে ইরাকের সরকারি সেনা এবং স্বেচ্ছাসেবক বাহিনী। এ প্রদেশের রাজধানী মসুলকে ঘিরে এখন লড়াই চলছে বলে জানান তিনি।

মসুল এবং পশ্চিম আনবার প্রদেশের তিন শহর এখন কেবলমাত্র দায়েশের দখলে রয়েছে।  ইরাকের উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় এলাকায় হামলার অংশ হিসেবে ২০১৪ সালে মসুল দখল করেছিল দায়েশ।

মসুলে হাজার হাজার বেসামরিক মানুষের উপস্থিতির কারণে ইরাকি বাহিনীর অভিযান ধীর গতিতে চলছে। বেসামরিক এবং নিরীহ ইরাকিদের মসুল ত্যাগে বাধা দিচ্ছে দায়েশ।#

পার্সটুডে/মূসা রেজা/৯