মসুলে দায়েশের গোপন অস্ত্রাগার দখল করেছে ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i31937-মসুলে_দায়েশের_গোপন_অস্ত্রাগার_দখল_করেছে_ইরাকি_বাহিনী
ইরাকের সেনাবাহিনী মসুলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি গোপন অস্ত্রাগার দখল করেছে। সেখান থেকে দায়েশের ফেলে যাওয়া মাস্টার্ড গ্যাসসহ ব্যাপক পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এসব মাস্টার্ড গ্যাসকে ইরাকের জন্য রাসায়নিক হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৮, ২০১৭ ১১:৪৫ Asia/Dhaka
  • মসুলে দায়েশের গোপন অস্ত্রাগার দখল করেছে ইরাকি বাহিনী

ইরাকের সেনাবাহিনী মসুলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি গোপন অস্ত্রাগার দখল করেছে। সেখান থেকে দায়েশের ফেলে যাওয়া মাস্টার্ড গ্যাসসহ ব্যাপক পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এসব মাস্টার্ড গ্যাসকে ইরাকের জন্য রাসায়নিক হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

দায়েশের ফেলে যাওয়া ক্ষেপণাস্ত্র খতিয়ে দেখছেন ইরাকি কর্মকর্তারা

প্রাণভয়ে পালিয়ে যাওয়ার সময় দায়েশ সদস্যরা ব্যাপকসংখ্যক ক্ষেপণাস্ত্র ফেলে যেতে বাধ্য হয়েছে। গোপন অস্ত্রগুদামের বাইরে এসব ক্ষেপণাস্ত্র যেখানে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। গায়ে লেখা তারিখ থেকে বোঝা যাচ্ছে, এসব ক্ষেপণাস্ত্রের কোনো কোনোটি ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের আমলে তৈরি।

অস্ত্রগুদামে প্রচুর ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্রে বহনোপযোগী বোমা এবং রকেটের অংশবিশেষ পাওয়া গেছে।

এছাড়া, বিশাল আকারের কিছু রকেট এবং প্রচুর পরিমাণে মাস্টার্ড গ্যাসের মজুদ পাওয়া গেছে। তবে, উদ্ধার করা গোলাবারুদ এবং অস্ত্রের সংখ্যা বা পরিমাণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয় নি।#

পার্সটুডে/মূসা রেজা/২৮