প্রতিবেদনটি পুনঃপ্রকাশ করে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিন: পিএলও
https://parstoday.ir/bn/news/west_asia-i34742-প্রতিবেদনটি_পুনঃপ্রকাশ_করে_ইসরাইলের_বিরুদ্ধে_ব্যবস্থা_নিন_পিএলও
ইসরাইলকে বর্ণবৈষম্যবাদী সরকার বলে অভিহিত করে প্রকাশ করা প্রতিবেদন প্রত্যাহার করার কারণে জাতিসংঘের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
মার্চ ১৯, ২০১৭ ১৭:৩১ Asia/Dhaka
  • হানান আশরাওয়ি
    হানান আশরাওয়ি

ইসরাইলকে বর্ণবৈষম্যবাদী সরকার বলে অভিহিত করে প্রকাশ করা প্রতিবেদন প্রত্যাহার করার কারণে জাতিসংঘের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও।

এই সংস্থার নির্বাহী কমিটির সদস্য হানান আশরাওয়ি বলেছেন, কোনো মহলের রাজনৈতিক ব্লাকমেলের শিকার হওয়া কিংবা হুমকির কাছে আত্মসমর্পনের পরিবর্তে জাতিসংঘের উচিত ছিল প্রতিবেদনটিতে বর্ণিত জঘন্য কাজগুলোর জন্য ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

ইহুদিবাদী ইসরাইলকে ‘বর্ণবৈষম্যবাদী সরকার’ হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রকাশ করার পর জাতিসংঘের পশ্চিম এশিয়া বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সভাপতি রিমা খালাফকে শুক্রবার পদত্যাগে বাধ্য করা হয়।

সেইসঙ্গে ওই কমিশনের ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি প্রত্যাহার করে নেয়া হয়। পদত্যাগ করার পর খালাফ বলেছেন, জাতিসংঘ মহাসচিব তাকে পদত্যাগে বাধ্য করেছেন।

আশরাওয়ি বলেন, ওই প্রতিবেদনে ফিলিস্তিনের বাস্তবতা তুলে ধরা হয়েছিল যেখানে বর্ণবেষম্য, জাতিগত শুদ্ধি অভিযান এবং সামরিক দখলদারিত্ব চালাচ্ছে ইসরাইল। তিনি এ ব্যাপারে সঠিক পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান। পিএলও’র এই কর্মকর্তা বলেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রতিবেদনটি আবার প্রকাশের উদ্যোগ নেয়ার পাশাপাশি ইসরাইলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন বলে তিনি আশা করছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯