বাগদাদে বোমা বিস্ফোরণ, তিকিরিতেও দায়েশের হামলা: নিহত ৬২
ইরাকের রাজধানী বাগদাদের উত্তর অংশে একটি ক্যাফেতে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছে। আজ (বুধবার) বেইরুতি ক্যাফেতে চালানো এ হামলায় আরো বহু অজ্ঞাত সংখ্যক ব্যক্তি আহত হয়।
উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ নিয়ন্ত্রিত ইরাকের উত্তরাঞ্চলীয় কৌশলগত মসুল শহরের পশ্চিম অংশ থেকে সন্ত্রাসীদেরকে নির্মূল করার লক্ষ্যে ইরাকি বাহিনী যখন সাঁড়াশি অভিযান চালাচ্ছে তখন এ বোমা হামলার খবর এলো।
২০১৪ সালে মসুল দখল করে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায় বিদেশি মদদপুষ্ট এই জঙ্গি গোষ্ঠী। দায়েশের হাত থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল পুনর্দখলের জন্য গত ১৭ অক্টোবর বিশাল অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এ কাজে সরকারপন্থি আধা সামরিক বাহিনী- পপ্যুলার মোবিলাইজেন ইউনিট ও কুর্দি পেশমার্গা যোদ্ধারা সেনাবাহিনীকে সহযোগিতা করছে।
এছাড়া, গতকাল ইরাকি পুলিশ কর্মকর্তার ছদ্মবেশে দশ দায়েশ সন্ত্রাসী দেশটির তিকরিত শহরে হামলা চালিয়ে অন্তত ৩১ ব্যক্তিকে হত্যা করেছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। হামলায় কর্নেল পদ মর্যাদার একজন পুলিশ কর্মকর্তাসহ তার পরিবারের চার সদস্যের পাশাপাশি আরো ১৪ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়।
এদিকে, আজ বুধবার মসুলে সরকারি বাহিনীর অবস্থানে সন্ত্রাসীরা একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটালে অন্তত ১১ সেনা নিহত হয়। মসুল শহরের পশ্চিম অংশে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী দায়েশের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে। তাদের পাল্টা প্রতিরোধে অন্তত ৩০ সন্ত্রাসী নিহত হয়।#
পার্সটুডে/বাবুল আখতার/৫