বসতি স্থাপনের জন্য মার্কিন অনুমতির প্রয়োজন নেই: ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i38636-বসতি_স্থাপনের_জন্য_মার্কিন_অনুমতির_প্রয়োজন_নেই_ইসরাইল
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে অবৈধ বসতি স্থাপনের জন্য মার্কিন প্রশাসন থেকে কোনো অনুমোদনের প্রয়োজন নেই বলে দম্ভোক্তি করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান।সেই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে কয়েক হাজার বসতিস্থাপনের পরিকল্পণা বাস্তবায়ন করা সম্ভব বলেও জানান তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৫, ২০১৭ ১৫:১৬ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান
    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে অবৈধ বসতি স্থাপনের জন্য মার্কিন প্রশাসন থেকে কোনো অনুমোদনের প্রয়োজন নেই বলে দম্ভোক্তি করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান।সেই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে কয়েক হাজার বসতিস্থাপনের পরিকল্পণা বাস্তবায়ন করা সম্ভব বলেও জানান তিনি।

গতকাল (বুধবার) ইসরাইলের 'আর্মি রেডিও'কে দেয়া একটি সাক্ষাৎকারে এভিগদোর বলেন, বসতি স্থাপনের জন্য আমেরিকা থেকে অনুমোদন নেয়ার কোনো আবেদন আমরা করিনি এবং তা করবও না।  

যুদ্ধবাজ এ মন্ত্রী জোর দিয়ে বলেন, ইসরাইল তার নিজের  স্বার্থ হাসিলের জন্য সম্ভাব্য সবকিছুই করবে এবং তেল আবিব ফিলিস্তিনিদের ভূখণ্ড দখলদারিত্বের নীতিতে সীমাবদ্ধতা আরোপ করেছে বলে সংবাদ মাধ্যমে যে খবর বের হয়েছে তাও নাকচ করে দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পূর্ব জেরুজালেম আল-কুদস এবং ফিলিস্তিনি ভূখণ্ডে দুই দিনের সফর শেষ করার পর লিবারম্যান এ এসব কথা বললেন। ট্রাম্প তার সফরে 'বসতিস্থাপন' শব্দটি উচ্চারণ করেন নি কিংবা ইসরাইলের ১৯৬৭ সালের সীমান্তে ফিরে যাওয়ার ব্যাপারেও কোনো মন্তব্য করেন নি। 

কয়েকটি সূত্র জানিয়েছে, অধিকৃত পশ্চিমতীরে অবস্থিত 'মালেহ আদুমিন' বসতিতে ইসরাইল অদুর ভবিষ্যতে ৩৮,০০০ ইসরাইলির জন্য ৬০০টি বাড়ি নির্মাণ করতে যাচ্ছে। এর ফলে এটিই হবে পশ্চিমতীরে ইসরাইলের তৃতীয় বৃহত্তম বসতি স্থাপন। হোয়াইট হাউজ ইসরাইলের এই পরিকল্পণার বিরোধীতা করতে পারে বলে ওই সূত্রটি জানিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫