ইসরাইলি সেনাদের গুলিতে আরো এক ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i39480-ইসরাইলি_সেনাদের_গুলিতে_আরো_এক_ফিলিস্তিনি_শহীদ
দখলদার ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে আরো এক ফিলিস্তিনি শহীদ হয়েছে। ১৯৪৮ সালে দখলীকৃত কুফার কাসেম শহরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৬, ২০১৭ ১১:৩২ Asia/Dhaka
  • ইসরাইলি সেনাদের গুলিতে আরো এক ফিলিস্তিনি শহীদ

দখলদার ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে আরো এক ফিলিস্তিনি শহীদ হয়েছে। ১৯৪৮ সালে দখলীকৃত কুফার কাসেম শহরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

লেবাননের আল মায়েদিন টিভি চ্যানেল জানিয়েছে, ওই ফিলিস্তিনি নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরো ইসরাইলি সেনা ওই শহরে মোতায়েন করা হয়েছে এবং বিক্ষিপ্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ সংঘর্ষে কয়েকজন দখলদার সেনাও আহত হয়েছে।

নতুন করে ইন্তিফাদা গণজাগরণ শুরু হওয়ার পর ইসরাইলি সেনারা জর্দান নদীর পশ্চিম ও বায়তুল মোকাদ্দাস এলাকাসহ বিভিন্ন স্থানে ভিত্তিহীন অভিযোগে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করছে।

২০১৫ সালের অক্টোবরে ইহুদিবাদী ইসরাইল আল আকসা মসজিদ বিভক্ত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ফিলিস্তিনিরা আবারো ইন্তিফাদা আন্দোলন শুরু। এরফলে ইসরাইল আরো হিংস্র হয়ে ওঠে এবং ইসরাইলি সেনাদের গুলিতে এ পর্যন্ত ৩০০এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে।#

পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/৬