হোমসে সেনাবাহিনীর অবস্থানে আবার মার্কিন হামলা: নিন্দা জানাল সিরিয়া এবং রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i39608-হোমসে_সেনাবাহিনীর_অবস্থানে_আবার_মার্কিন_হামলা_নিন্দা_জানাল_সিরিয়া_এবং_রাশিয়া
মার্কিন নেত্বাধীন সামরিক জোট সিরিয়ার হোমস প্রদেশে সামরিক বাহিনীর অবস্থানে সম্প্রতি যে হামলা চালিয়েছে তার কড়া নিন্দা জানিয়েছে দামেস্ক এবং মস্কো। এ ধরনের হামলা প্রমাণ করে যে, সন্ত্রাসীদের প্রতি ওয়াশিংটনের মদদ রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৭, ২০১৭ ১৮:৩৩ Asia/Dhaka
  • হোমসে সেনাবাহিনীর অবস্থানে আবার মার্কিন হামলা: নিন্দা জানাল সিরিয়া এবং রাশিয়া

মার্কিন নেত্বাধীন সামরিক জোট সিরিয়ার হোমস প্রদেশে সামরিক বাহিনীর অবস্থানে সম্প্রতি যে হামলা চালিয়েছে তার কড়া নিন্দা জানিয়েছে দামেস্ক এবং মস্কো। এ ধরনের হামলা প্রমাণ করে যে, সন্ত্রাসীদের প্রতি ওয়াশিংটনের মদদ রয়েছে।

গতকাল (মঙ্গলবার) মার্কিন নেতৃত্বাধী জঙ্গিবিমান আত তানাফ শহরের একটি সড়কে সিরিয়া সেনাবাহিনীর অবস্থানে বোমা বর্ষণ করেছে। ওই শহরেই রয়েছে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি। হামলায় বেশ কিছু বেসামরিক ব্যক্তি এবং বহু অবকাঠামো ধ্বংস হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে।

কোনো অজুহাতেই একই ধরনের আগ্রাসন না চালাতে জোটের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ার সামরিক কমান্ড। পাশাপাশি এসব হামলার পরিণতির ব্যাপারেও ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। একজন সামরিক কর্মকর্তার উদ্ধৃত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

তিনি বলেন,' সিরিয়ার সেনাবাহিনী যখন তাকফিরি দায়েশের বিরুদ্ধে একের পর এক বিজয় অর্জন করছে তখন জোটের এসব আগ্রাসন আরো একবার প্রমাণ করছে যে, সন্ত্রাসীদের প্রতি তাদের সমর্থন রয়েছে।' সিরিয়ার ভূখন্ডে তৎপর দায়েশ এবং উগ্র গোষ্ঠী জাবহাত ফাতেহ আশ-শামের বিরুদ্ধে তার দেশের সেনাবাহিনী এবং মিত্রবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও ওই কর্মকর্তা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদিকে, আজ (বুধবার) রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানে মার্কিন বিমান হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। বার্তা সংস্থা ইন্টারফ্যক্স এ খবর দিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৭