ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব সমাজের প্রতি ফিলিস্তিনি আলেমদের আহ্বান
-
ফিলিস্তিনি জনগণের বিক্ষোভ দমন করছে ইসরাইলি সেনারা
ফিলিস্তিনের বিশিষ্ট আলেমরা ইসলামের পবিত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সহিংস আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
তারা একইসঙ্গে মসজিদুল আকসার প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসানোর তীব্র নিন্দা জানিয়েছেন এবং ফিলিস্তিনিদের তেল আবিব বিরোধী প্রতিরোধ সংগ্রামের প্রশংসা করেছেন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গত ১৪ জুলাই আল-আকসা মসজিদের প্রবেশপথ বন্ধ করে দেয় ইহুদিবাদী সেনারা। পরে ফিলিস্তিনিদের তীব্র প্রতিবাদের মুখে মুসজিদের দরজা খুলে দিলেও সেখানে মেটাল ডিটেক্টর স্থাপন করে ইসরাইলি নিরাপত্তা বাহিনী।
বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ও আন্তর্জাতিক সংস্থা তেল আবিবের এই বিদ্বেষী পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
এদিকে ইসরাইলের এ পদক্ষেপের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। ইহুদিবাদী সেনারা শক্ত হাতে ফিলিস্তিনিদের বিক্ষোভ দমন করছে। গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনাদের গুলিতে সাত ফিলিস্তিনি শহীদ ও কয়েকশ জন আহত হয়েছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪