‘সিরিয়ায় ছয় বছরের সহিংসতার অবসান হতে যাচ্ছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i44426-সিরিয়ায়_ছয়_বছরের_সহিংসতার_অবসান_হতে_যাচ্ছে’
বিদেশি রাষ্ট্রগুলো সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি সাহায্য বন্ধ করে দেয়ার ফলে দেশটির ছয় বছরের সহিংসতার অবসান ঘটতে যাচ্ছে। এ মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক উপদেষ্টা বুসাইনা শাবান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৯, ২০১৭ ০৬:৪২ Asia/Dhaka
  • বুসাইনা শাবান
    বুসাইনা শাবান

বিদেশি রাষ্ট্রগুলো সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি সাহায্য বন্ধ করে দেয়ার ফলে দেশটির ছয় বছরের সহিংসতার অবসান ঘটতে যাচ্ছে। এ মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক উপদেষ্টা বুসাইনা শাবান।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার সরকারি সেনারা যেকোনো ‘অবৈধ’ বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে যদি সেটা তুর্কি বা মার্কিন বাহিনীও হয়। লন্ডন-ভিত্তিক আরবি টেলিভিশন আল-মায়াদিনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শাবান বলেন, দামেস্ক আন্তর্জাতিক মেলা উদ্বোধন এবং তাতে আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণ প্রমাণ করছে বিদেশি মদদে চাপিয়ে দেয়া সংকট সমাধানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে দামেস্ক। তিনি আরো বলেন, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক বিদেশি শক্তিগুলো তাদের নীতি পরিবর্তন করার ফলে সিরিয়ার যুদ্ধ ‘শেষ মুহূর্তে’ এসে পৌঁছেছে।

প্রেসিডেন্ট বাশার আসাদের উপদেষ্টা বলেন, “দামেস্ক মেলা প্রমাণ করছে সন্ত্রাসীদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে এর অর্থ এই নয় যে, যুদ্ধে আমরা পুরোপুরি বিজয়ী হয়েছি। আমি সিরিয়াকে পুনর্গঠনের দ্বারপ্রান্তে রয়েছি মাত্র।”

সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য তিনি তুরস্ককে দায়ী করে বলেন, আঙ্কারা মুখে সন্ত্রাসবিরোধী কথা বললেও বাস্তবে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯