স্বাধীনতা প্রশ্নে পিছিয়ে যেতে পারে কুর্দিস্তানের গণভোট
(last modified Tue, 29 Aug 2017 05:42:36 GMT )
আগস্ট ২৯, ২০১৭ ১১:৪২ Asia/Dhaka
  • স্বাধীনতা প্রশ্নে পিছিয়ে যেতে পারে কুর্দিস্তানের গণভোট

ইরাকের স্বশাসিত কুর্দিস্তান প্রদেশের স্বাধীনতা প্রশ্নে প্রস্তাবিত গণভোট পিছিয়ে যেতে পারে।

লেবাননের আল মায়েদিন টিভি চ্যানেল আজ জানিয়েছে, গণভোট পিছিয়ে দেয়ার ব্যাপারে কুর্দিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তবে টিভির প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

গতকাল (মঙ্গলবার) ইরাকি সংসদের সংস্কার আন্দোলনের প্রতিনিধি সারওয়া আব্দুল ওয়াহেদও স্বাধীনতা প্রশ্নে কুর্দিস্তানের গণভোট পিছিয়ে যেতে পারে বলে আভাস দিয়েছিলেন।

এর আগেও ইরাক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফালাহ ফাইজ বলেছেন, স্বায়ত্বশাসিত কুর্দিস্তান এলাকার কয়েক জন নেতা স্বাধীনতার জন্য গণভোট দেয়ার যে জোর দাবি জানিয়েছেন তা ইরাকের সংবিধান পরিপন্থী এবং এর ফলে নতুন করে দেশে সংকট তৈরি করবে।

ইরান, তুরস্ক, সিরিয়া ও রাশিয়া কুর্দিস্তানে গণভোটের বিরোধিতা করে বলেছে এর ফলে সেখানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

ইরাকের কুর্দিস্তানের কয়েকটি রাজনৈতিক দল স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাসুদ বারাজানির সঙ্গে দেখা করে ওই এলাকার স্বাধীনতার জন্য আগামী ২৫ সেপ্টেম্বর প্রস্তাবিত গণভোটের প্রতি সমর্থন জানায়। তবে গণভোটের বিষয়ে কুর্দিস্তানের সব রাজনৈতিক দল একমত নয়। #      

পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/২৯   

 

ট্যাগ