সংবাদ সম্মেলন পেছালেন বারজানি; তুরস্ক বলছে 'সব পথ খোলা'
(last modified Sat, 23 Sep 2017 12:04:21 GMT )
সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১৮:০৪ Asia/Dhaka
  • মাসুদ বারজানি
    মাসুদ বারজানি

ইরাকের কুর্দিস্তানে গণভোট অনুষ্ঠান সম্পর্কে নির্ধারিত সংবাদ সম্মেলনে পিছিয়ে দিয়েছেন স্বায়ত্ত্বশাসিত ওই অঞ্চলের প্রেসিডেন্ট মাসুদ বারজানি। সংবাদ সম্মেলনটি আজ (শনিবার) অনুষ্ঠানের কথা ছিল কিন্তু তা পিছিয়ে আগামীকাল নেয়া হয়েছে।

বারজানির দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে- "সংবাদ সম্মেলনটি রোববার অনুষ্ঠিত হবে এবং স্থান ও সময় পরে জানানো হবে।" তবে সংবাদ সম্মেলন পেছানোর কারণ সম্পর্কে কিছুই বলা হয় নি।

এদিকে, ইরাকের কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য গণভোট অনুষ্ঠিত হলে তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে তা নিয়ে আলোচনা করেছে তুরস্কের মন্ত্রিসভা। বৈঠক শেষে তুরস্কের উপ প্রধানমন্ত্রী ও সরকারের মুখপাত্র বাকির বোজদাগ সাংবাদিকদের বলেন, "সম্ভাব্য গণভোট নিয়ে তুরস্ক উদ্বিগ্ন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমাদের টেবিলে সব পথ খোলা রয়েছে।"

বাকির বোজদাগ বলেন, "এ গণভোট স্থগিত করার সিদ্ধান্ত মেনে নেয়া আমাদের পক্ষে সম্ভব নয় বরং তা পুরোপুরি বাতিল করতে হবে যাতে করে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ না করতে হয়।"#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩

 

ট্যাগ