অধিকৃত পশ্চিম তীরে ৪,০০০ বসতি নির্মাণ করবে ইসরাইল
(last modified Mon, 09 Oct 2017 13:38:09 GMT )
অক্টোবর ০৯, ২০১৭ ১৯:৩৮ Asia/Dhaka
  • অধিকৃত পশ্চিম তীরে ৪,০০০ বসতি নির্মাণ করবে ইসরাইল

আন্তর্জাতিক সমাজের নিষেধ উপেক্ষা করে ইহুদিবাদী ইসরাইল অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে আরো ৪,০০০ নতুন বসতি নির্মাণের পরিকল্পণা অনুমোদন করবে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

পশ্চিম তীরের কথিত 'হাইয়ার প্লানিং কাউন্সিল' আজ (সোমবার) এবং আগামীকালের বৈঠকে এসব বসতি নির্মাণের পরিকল্পণা অনুমোদন দেবে বলে আজ ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির 'দি জেরুজালেম পোস্ট' জানিয়েছে।  

এছাড়া,  ইসরাইলের চ্যানেল-২ গতকাল (রোববার) রাতে জানিয়েছে, ৩,৮২৯টি বসতি নির্মাণের পরিকল্পণা চূড়ান্ত করা হয়েছে। সংবাদ মাধ্যমটিতে আরো বলা হয়েছে, এসব বসতি অধিকৃত পশ্চিম তীরের নেগোবত রেহালিম, হার ব্রাসা, কোসাভসহ আরো বিভিন্ন বসতি কেন্দ্রে নির্মাণ করা হবে।  

১৯৬৭ সালের যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখলের পর ইসরাইল এ পর্যন্ত সেখানে ২৩০টি অবৈধ বসতিস্থাপন নির্মাণ করেছে । এসব বসতিতে ছয় লাখ ইসরাইলি বসবাস করছে।

ইসরাইলের নতুন বসতি স্থাপনের পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থি হিসেবে আখ্যায়িত করে এ নিন্দা জানিয়ে আসছে আন্তর্জাতিক সমাজ। এছাড়া, এসব অবৈধ বসতিস্থাপন ফিলিস্তিন-ইসরাইল সংকট নিরসনের লক্ষ্যে সম্ভাব্য দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে হুমকির মধ্যে ফেলবে বলে  হুঁশিয়ারি দিয়ে আসছে তারা। #  

পার্সটুডে/বাবুল আখতার/৯