সৌদি আগ্রাসনের জবাবে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে: ইয়েমেন
-
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, বর্বর আগ্রাসনের জবাবে সৌদি আরবের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে। আনসারুল্লাহর মুখপাত্র আবদুস সালাম আজ (বৃহস্পতিবার) একথা বলেছেন।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সৌদি আরব ও তার মিত্রদের সামরিক আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনের যোদ্ধারাও হামলা বন্ধ করবে না। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনের যোদ্ধারা যে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তা নিতান্তই দেশের জনগণকে রক্ষার জন্য।

গত শনিবার ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনারা সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বোরকান এইচ-২ ছোঁড়ে। ২০১৫ সালে সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশ ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরুর পর এই প্রথম রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। তবে সে ক্ষেপণাস্ত্র সৌদি আরব আকাশে ধ্বংস করার দাবি করেছে।
এ ঘটনার পর সৌদি আরব ও তার পশ্চিমা মিত্ররা অভিযোগ করছে- ইরান এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। তবে তেহরান তা নাকচ করে দিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার জন্য পশ্চিমারা হুথি যোদ্ধাদের নিন্দা করেছে। কিন্তু সৌদি আরব আড়াই বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালালেও তার বিরুদ্ধে টু শব্দ করে নি বরং সৌদি আরবকে বিপুল পরিমাণে নানা ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করছে তারা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯