সাদ হারিরির দেশে ফেরার পথে বাধা কোথায়: সৌদি আরবকে মিশেল আউন
-
মিশেল আউন
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন সাদ হারিরির দেশে ফেরার পথে বাধা কোথায় সে সম্পর্কে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছে। মিশেল আউন বলেন, লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি আন্তর্জাতিক রীতিনীতি পরিপন্থি কোনো পরিস্থিতিতে পড়ে থাকলে তা মেনে নেয়া হবে না।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন আজ লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। ওই ফোনালাপে ম্যাকরন লেবাননের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা, ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় প্যারিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
গতকাল সৌদিআরব সফরে গিয়ে ম্যাকরন সেদেশের প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে সাক্ষাত করেন।

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি আকস্মিকভাবে ইস্তফা দেওয়ার এক সপ্তা কেটে গেছে। এ অবস্থায় সৌদি আরবে তাঁর গ্রেফতার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গত ৪ নভেম্বর শনিবার সৌদি আরব থেকে টেলিভিশনে দেয়া ভাষণের মাধ্যমে সাদ হারিরি লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
লেবাননের বেশিরভাগ কর্মকর্তা মনে করেন হারিরি সৌদি আরবের চাপের মুখে ইস্তফা দিয়েছেন। দেশের ভেতরে এবং বাইরে হিজবুল্লাহর ওপর আঘাত হানার উদ্দেশ্যেই ইস্তফার ঘটনা সাজানো হয়েছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/১১